Posts

Showing posts from May, 2023

বিপ্লবী পুলিন বিহারী দাসের জীবনী “আমার জীবন কাহিনী" প্রকাশ এবং তথ্যচিত্র প্রদর্শন*

Image
  নিজস্ব সংবাদ দাতাঃ কলকাতা, শনিবার, ২৭ মে, ২০২৩’   স্বাধীনতার ৭৫ বছরে দেশে পালিত হচ্ছে স্বাধীনতার অমৃত মহোৎসব। অথচ এই মহোৎসব পালনের আলোকবৃত্তের বাইরে বিস্মৃতই রয়ে গেছে বহু স্বাধীনতা সংগ্রামীর বলিদান। তাঁদের মধ্যে অন্যতম বাঙালি বিপ্লবী পুলিন বিহারী দাস। তার হাত দিয়েই প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকা অনুশীলন সমিতি। যা অবিভক্ত বাংলার স্বাধীনতা আন্দোলনের এক সশস্ত্র প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করে। পরাধীন ভারতকে স্বাধীন করতে  সর্বপ্রথম আত্মনির্ভরতার পথই দেখিয়েছিলেন বিপ্লবী পুলিন বিহারী দাস। আত্মনির্ভর হতে গেলে প্রয়োজন মানসিক স্থিতি। কোনও পরাক্রমী শক্তির সঙ্গে লড়তে গেলে নিজেকেও সেভাবে তৈরি করা চাই। সে জন্য দরকার শারীরিক ও মানসিক শক্তিও। আজ থেকে শতবর্ষের বেশি বছর আগে ঢাকা অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করে সেই পথই দেখিয়েছিলেন বিপ্লবী পুলিন বিহারী দাস। সশস্ত্র পথেই ভারতের স্বাধীনতা আসবে, তাই গান্ধীজির অহিংস আন্দোলনের মতবাদের সঙ্গে একমত হতে পারেননি পুলিন বিহারী দাস। বাংলার যুবকদের সশস্ত্র বিপ্লবে পারদর্শী করে তুলতে ১৯২০ সালে গঠন করলেন "ভারত সেবক সঙ্ঘ"। ১৯২৮ সালে কলকাতার মেছুয়া বাজারে প্রতিষ

নকল সোনার গহনা বিক্রি করতে এসে ধরা পড়ে যায়

Image
নিজস্ব সংবাদ দাতাঃ কলকাতা, মঙ্গলবার, ২৩ মে, ২০২৩’  নকল সোনার গহনা বিক্রি করতে এসে আটক করে বেলঘরিয়া থানার পুলিশ। টনাটি ঘটেছে বেলঘরিয়ার বিভার মোড় সংলগ্ন এক সোনার দোকানে। সকাল বেলা বেলঘরিয়ার পি সি পোদ্দার জুয়েলারিতে ৩৯ বছররের এক যুবক বিক্রম চৌধুরী নামে আসেন বেশ কিছু কানের দুল আর গহনা নিয়ে ।  দোকানের মালিক টগোর পোদ্দার গহনা গুলি পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে দেখেন নকল সব গহনা।  তখন তিনি যুবকটিকে আটকে রেখে বেলঘরিয়া থানায় খবর দিলে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ যুবকটিকে বেশ খানিকক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, অভিযুক্ত বিক্রম চৌধুরী নোয়াপাড়া থানার অন্তর্গত গারুলিয়া  কাংগুলি ঘাট, ঠাকুরবাড়ি রোড এলাকার বাসিন্দা। বেশ কিছু গহনা হলমার্ক থাকা সত্বেও এত দুর এলাকায় এসে বিক্রি করা নিয়ে সন্দেহ হওয়ায় সোনার দোকানের মালিক তথা বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক এবং  ন্যাশনাল জেমস এন্ড জুয়েলারি কাউন্সিল অফ ইন্ডিয়ার মহা নির্দেশক টগোর পোদ্দার গহনা পরীক্ষা করে দেখেন, সব গহনা নকল। আর তারপরই বেলঘরিয়া থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে অভিযুক্ত বিক্রম চৌধুরীকে আটক করা হয়।

টিটাগড় থানার সামনে বিক্ষোভ ও ডেপুটেশন

Image
নিজস্ব সংবাদ দাতাঃ কলকাতা, ২৫ মে, ২০২৩’   প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে উত্তর ২৪ পরগণা জেলা কংগ্রেস (শহর)-এর সভাপতি তাপস মজুমদারের নেতৃত্বে এক প্রতিনিধি দল বারাকপুরে সদ্য বিবাহিত খুন হওয়া স্বর্ণ ব্যবসায়ীর যুবকের পরিবারের সঙ্গে দেখা করার পর টিটাগড় থানার সামনে বিক্ষোভ ও ডেপুটেশনে জাতীয় কংগ্রেস । জেলা সভাপতি জানান প্রশাসনের গাফিলতির ফলেই দুষ্কৃতীদের এই বাড়বাড়ন্ত , বিগত দিনেও দেখা গেছে বারাকপুর মত জায়গায় প্রশাসনের গাফিলতির ফলে দুষ্কৃতীদের সন্ত্রাস এবং টিটাগড় থানার OC পদত্যাগের দাবি জানায়। সভাপতি তাপস মজুমদার আরো জানান আগামীদিনে সর্বভারতীয় বিরোধী দলনেতা তথা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে প্রশাসনের গাফিলতির ফলে ও সাধারণ মানুষের সুরক্ষার্থে আরো বৃহত্তর আন্দোলন করবে জাতীয় কংগ্রেস ।  উপস্থিত ছিলেন সর্ব ভারতীয় কংগ্রেস কমিটির প্রাক্তন সম্পাদক শুভঙ্কর সরকার, কংগ্রেস নেতা শক্তি মৈত্র, অশোক ভট্টাচার্য, সুজিত দেব,শম্ভু দাস, সৌরভ রায় সহ পার্শ্ববর্তী অঞ্চলের সভাপতি ও জেলা নেতৃত্ব সহ টাউন নেতৃত্ব ও কর্মীবৃন্দ ।

মাতৃদিবস ও মাতৃমাস উদযাপন মায়েদের "রত্নমাতৃকা" সম্মান

Image
নিজস্ব সংবাদ দাতাঃ কোলকাতা, বুধবার, ২৪ মে, ২০২৩’ দক্ষিণ হাওড়া মুক্তধারা সংগঠন প্রতি বছরের ন্যায় এবছর ও জ্ঞান মন্ঞ্চ, আয়োজন করেছিল মাতৃদিবস ও মাতৃমাস উদযাপন  মায়েদের "রত্নমাতৃকা" সম্মান প্রদান কারা হল ।  রাজ্যে প্রথমবার কবিগুরু রবীন্দ্রনাথের গানের সাথে বৃদ্ধাশ্রমের মায়েদের নিয়ে মন্ঞ্চে পা মেলাবেন সমাজের বিশিষ্ট ও সনামধন্য মানুষজন, যার মধ্যে আছেন (নাট্যকার ও অভিনেত্রী) ডলি বসু, (পুলিশ অফিসার) শান্তি দাস, (নৃত্যশিল্পী ) মালবিকা সেন,রাজদ্বীপ সরকার (অভিনেতা),মহাশ্বেতা মুখোপাধ্যায়ের (সমাজবন্ধু),অপরাজিতা মুখার্জি (যৌনকর্মী ),অমিতা সিং (বিশিষ্টসমাজসেবী), ডঃ অযনবসু রেডিও অঙ্কোলজিক, (HCG eko cancer centre Hospital), সাগরিকা চ্যাটাজি (অধ্যাপিকা)  একাধিক ব্যক্তিত্ব নাট্যকার অভিনেত্রী মন্ঞ্চে প্রধান অতিথি হিসাবে ছিলেন   মাননীয় বিধায়ক শ্রী মদন মিত্র মহাশয় যিনি ও মন্ঞ্চে পা মেলাবেন বৃদ্ধাশ্রমের মা একের পর এক বারে বারে দেখা যাচ্ছে বৈচিত্র্যময় রাজনৈতিক নেতা মদন মিত্র। কখনো গায়ক কখনো বিতর্কিত কখনো ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা দিয়েছে মদন মিত্রের কার্যাবলী।    

কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউটটের সঙ্গে গাঁটছড়া বাঁধল আই বি এম

Image
নিজস্ব সংবাদ দাতাঃ বারাসাত, বুধবার, ২৪ মে, ২০২৩’ গত এক দশক ধরে পশ্চিমবঙ্গে শিক্ষাজগতে  কিংস্টন এডুকেশনাল ইনিস্টিটিউটের একটি বিশ্বাসযোগ্যতার ইতিহাস আছে। রাজ্য জুড়ে ১২৮ টি পলিটেকনিক ইনস্টিটিউটের মধ্যে ডিপ্লোমা স্তরের ছাত্রছাত্রীদের সর্বোচ্চ সংখ্যক সুযোগ করে দেওয়ার অধিকারী কিংস্টন এডুকেশনাল ইনিস্টিটিউট। এই শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যেই কোর্সগুলির জাতীয় মানের স্বীকৃতির জন্য সংশ্লিষ্ট বিভাগে প্রতিষ্ঠানের নাম নথিভুক্ত করেছে। এই শিক্ষা প্রতিষ্ঠান কলকাতা সংলগ্ন এক গ্রামীণ উপকন্ঠে তৈরী। এখানকার সামাজিক ও শিক্ষাক্ষেত্রে   পিছিয়ে থাকা মানুষ, নব্য শিক্ষিত,সংখ্যালঘু ও সমাজের অনগ্রসর অংশ যাতে উচ্চ শিক্ষা ও বৃত্তিগত ডিপ্লোমা শিক্ষার সুযোগ পায়।যা বাস্তবে সম্ভব হচ্ছে প্রতিষ্ঠানের প্রাণপুরুষ উৎপল ভট্টাচার্য ও উমা ভট্টাচার্যের আন্তরিক পদক্ষেপে। দু দশক আগে শিক্ষাক্ষেত্রে যে চারা গাছ রোপণ হয়েছিল, আজ তা মহীরুহে পরিণত হয়েছে।পলিটেকনিক কলেজ , সায়েন্স ডিগ্রি কলেজ , বি এড কলেজ,ম্যানেজমেন্ট কলেজ, পাঁচ ও তিনবছরের শিক্ষা ক্রমের ল কলেজ সহ একটি আদর্শ স্কুলের প্রাতিষ্ঠানিক ক্ষেত্র গড়ে উঠছে উত্তর ২৪ পরগনার   নীল

বইওয়ালা প্রকাশনীর বই প্রকাশ

Image
নিজস্ব সংবাদ দাতাঃ শনিবার, ২২ মে, ২০২৩’ কলকাতা কলেজস্কোয়ার :- অভিযান বুক ক্যাফেতে মোড়ক উন্মোচন হলো দুটি বইয়ের। বাদল সরকারের সাক্ষাৎকার, 'একটা স্ফুলিঙ্গ দরকার' আর চণ্ডী মুখোপাধ্যায়ের থ্রিলার, 'বেলেডোনার গন্ধ'। বইওয়ালা প্রকাশন থেকে প্রকাশিত এই বই দুটির মোড়ক উন্মোচন করলেন সৈয়দ কওসর জামাল, চৈতালী চট্টোপাধ্যায়, সংহিতা বন্দ্যোপাধ্যায় এবং পার্থ মুখোপাধ্যায়। অনুষ্ঠানে মুক্তগদ্য পাঠ করলেন সহেলি সেনগুপ্ত, কবিতা পাঠ করলেন শ্রাবণী বাগচী তাঁর বৈরাগী কাব্যগ্রন্থ থেকে।  কবিতা পাঠ করলেন দীপঙ্কর সেন, সূর্যতপা, অমৃতা চট্টোপাধ্যায়, রাজশ্রী বন্দ্যোপাধ্যায়, বেবী চক্রবর্তী, বাংলাদেশের আর কে ববি, শিশির দাশগুপ্ত, চন্দ্রিকা বন্দ্যোপাধ্যায়, রানু রায়, সুদীপ্তা রায়চৌধুরী মুখার্জি। আবৃত্তি পরিবেশন করলেন বিপাশা সেনগুপ্ত। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করলেন সুগত মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন অরুন চট্টোপাধ্যায়, সিদ্ধার্থ সেন, অনিন্দিতা ঘোষ, সব্যসাচী সেন, সুতপন চট্টোপাধ্যায়, ঋভু চট্টোপাধ্যায়, বাবলা চক্রবর্তী। বই দুটি নিয়ে আলোচনা করেন চণ্ডী মুখোপাধ্যায় এবং কওসর জামাল। অনুষ্ঠান শেষ হয় চৈ

‘মহাভারত’থেকে সংগৃহীত

Image
  নিজস্ব সংবাদ দাতাঃ  কলকাতা, সোমবার, ২২ মে, ২০২৩’   জ্ঞানমঞ্চে কোহিনুর ড্যান্স একাডেমী উদ্যগে রসভারতম বিষয় ভাবনা ভারতীয় নাট্য পরম্পরার নয়টি রস সর্বজনবিদিত হয়। শৃঙ্গার, হাস্য, করুণ, রৌদ্র, বীর, ভয়ানক, বিভৎস, অদ্ভূত ও শান্ত। এই নয়টি রসের অভিব্যক্তি হয় বিভাব, অনুভব এবং ভাবের সঙ্গে স্থায়ীভাবের মিলনে। ‘রসভারতম’– নৃত্যনাট্যে সেই নবরসের অভিব্যক্তির প্রয়াস করা হয়েছে ‘মহাভারত’থেকে সংগৃহীত নয়টি বিষয়কে অবলম্বন করে। প্রতিটি রস বর্ণনায় আলাদা আলাদা রাগ –রাগিনীরও প্রয়োগ করা হয়েছে।   নৃত্যকল্প ও সামগ্রিক পরিচালনা : গুরু কোহিনূর সেন বরাট ভাবনা ও রচনা : পোখরাজ চক্রবর্তী সহযোগী নৃত্যপরিচালক : দ্রাবীণ চ্যাটার্জ্জী সহকারী নৃত্যপরিচালনা : উজ্জ্বল অধিকারী পোষাক পরিকল্পনা : : দ্রাবীণ চ্যাটার্জ্জী ও বিশ্ব প্রযোজনা নিয়ন্ত্রক : সুজয় ঠাকুর ও পিউ পিয়ালী বোস অনুসঙ্গ সরঞ্জাম : রঙ্গন পাপাই বিশেষ নৃত্যশিল্পী : প্রলয় সরকার ও রাকেশ বিশ্বাস আলোক প্রক্ষেপণ পরিকল্পনা : দীনেশ পোদ্দার শব্দ প্রক্ষেপণ : সঞ্জীব ঘোষ নেপথ্য কন্ঠশিল্পী : তাপস রায়, পোখরাজ চক্রবর্তী, পিয়ালী দাসগুপ্ত, পৌষালী সেন বরাট ও কোহিনূর

রোগীর যত্নে বিপ্লবীকরণের জন্য ভারতে নার্স এক্সিকিউটিভস অ্যাসোসিয়েশনের (ANEI) সাথে ডজি অংশীদার

Image
  দেবাঞ্জন দাস,   কলকাতা,   বুধবার, ১৭মে, ২০২৩’ Dozee,  অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন অফ নার্স এক্সিকিউটিভস ইন ইন্ডিয়া (ANEI) এর সাথে একটি সহযোগিতা করলো । সহযোগিতার লক্ষ্য নার্সিং অনুশীলনে বিপ্লব ঘটানো, রোগীর যত্ন উন্নত করা এবং ভারতে নার্সদের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করা।  ANEI, ১৫ টি ভারতীয় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে তার উপস্থিতি ছড়িয়ে রয়েছে, যার মধ্যে ৫০০ সদস্য রয়েছে, মানসম্পন্ন রোগীর যত্ন প্রদানের জন্য অঞ্চল এবং সম্প্রদায় জুড়ে নার্সদের ক্ষমতায়নের লক্ষ্যে নিবেদিত। প্রতি ১০০০ জনসংখ্যার ১.৭ নার্স সহ, ভারত প্রতি ১০০০ জনসংখ্যার জন্য ৩ জন নার্সের প্রস্তাবিত হারের থেকে কম পড়ে, দেশে ২০২৪ সালের মধ্যে WHO নিয়মগুলি পূরণের জন্য আরও ৪.৩ মিলিয়ন নার্স প্রয়োজন৷   এখানেই ডজির মতো একটি প্রযুক্তিগত সমাধান আসে, এটি স্বাস্থ্যসেবা কর্মীদের দূরবর্তীভাবে রোগীদের গুরুত্বপূর্ণ পরামিতিগুলি পর্যবেক্ষণ করতে সক্ষম করে। স্বাধীন পরামর্শক সংস্থা সত্ত্বা দ্বারা করা গবেষণা দেখায় যে প্রতি ১০০টি ডোজি সংযুক্ত বিছানার জন্য, এটি ১৪৪ জন জীবন বাঁচাতে পারে এবং নার্সদের দ্বারা প্রয়োজনীয় সময় নেওয়ার

UPI খুচরা বিক্রয়ের চালক হবে ৭০% MSMEs বিশ্বাস করে

Image
দেবাঞ্জন দাস,   কলকাতা, মঙ্গলবার ১৬ মে, ২০২৩ 70% MSMEs বিশ্বাস করে যে তাদের খুচরা বিক্রয়ের অর্ধেকেরও বেশি UPI এর মাধ্যমে হবে, এটি ছিল 'ডিকোডিং ডিজিটাল পেমেন্টস: এ রিটেইলার পারসপেক্টিভ' শীর্ষক NeoInsights গবেষণার মূল প্রকাশ, যা  NeoGrowth, একটি MSME-কেন্দ্রিক ডিজিটাল দ্বারা প্রকাশিত হয়েছে  ভারতে ঋণদাতা। সমীক্ষাটি সারা দেশে ১০০০ খুচরা বিক্রেতার সমীক্ষা সহ ৩০০০ খুচরা বিক্রেতার নিওগ্রোথের গ্রাহক ডেটা সেটের একটি ব্যাপক মূল্যায়নের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল।   সমীক্ষায় ২৫+ শহর এবং ৭০+ শিল্প বিভাগে ভারতীয় খুচরা বিক্রেতাদের ডিজিটাল পেমেন্ট গ্রহণের আচরণকে কভার করা হয়েছে। নিওগ্রোথের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও অরুণ নায়ার বলেছেন, “ভারতে খুচরা বিক্রেতাদের মধ্যে ডিজিটাল পেমেন্টের একটি উল্লেখযোগ্য গ্রহণ করা হয়েছে।   এমএসএমই খুচরা বিক্রেতারা ক্রমবর্ধমানভাবে তাদের ব্যবসায় ডিজিটাল অর্থপ্রদান ব্যবহারের সুবিধাকে স্বীকৃত করছে সহজে ব্যবহার এবং গ্রাহকের সুবিধার দ্বারা চালিত।   UPI সমস্ত সঠিক বাক্সে টিক দিয়ে খুচরা বিক্রেতাদের মধ্যে ডিজিটাল পেমেন্ট গ্রহণের নেতৃত্ব দিচ্ছে।   আমরা, Ne

আইসিটির সম্ভাবনাকে উন্নয়নশীল দেশগুলিতে ইতিবাচক পরিবর্তনের জন্য...............

Image
  নিজস্ব সংবাদদাতাঃ বুধবার, ১৭ই, মে, ২০২৩- প্রেস ক্লাব কলকাতা, বিশ্ব টেলিকম দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করে পাবলিক রিলেশনস সোসাইটি অফ ইন্ডিয়া,কলকাতা চ্যাপ্টার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রের একাধিক আধিকারিক ও এই পেশায় যুক্ত একাধিক ব্যক্তিত্ব।  এই অনুষ্ঠানের সঞ্চালনা করেন পি আর এস আই, কলকাতা চ্যাপ্টারের চেয়ারম্যান সৌম্যজিৎ মহাপাত্র। বক্তব্যে তিনি তুলে ধরেন কীভাবে টেলিকমিউনিকেশন শিল্পে জ্ঞানের আদান-প্রদান এবং পেশাদারিত্ব বিকাশের জন্য পি আর এস আই, কলকাতা চ্যাপ্টার প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।   এদিনের অধিবেশনে আইসিটির সম্ভাবনাকে উন্নয়নশীল দেশগুলিতে ইতিবাচক পরিবর্তনের জন্য অনুঘটক হিসেবে চিহ্নিত করে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কলকাতা টেলিফোনস, বিএসএনএল-এর চিফ জেনারেল ম্যানেজার দেবাশিস সরকার। সেখানে বক্তব্য রাখার পাশাপাশি তিনি ভারতের টেলিকম সেক্টরের বিভিন্ন বিষয়েও আলোকপাত করেন। বিশ্বব্যপী টেলিযোগাযোগের গুরুত্ব এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে সর্বজনীন ব্যবহারিক প্রয়োজনীয়তা তুলে ধরার জন্য প্রতি বছর বিশ্ব টেলিকম দিবস উদযাপিত হয়। এটি এই ক্ষেত্রের অগ্রগতিক

বিশ্ববিদ্যালয়টি পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের হুকুমের দাস হয়ে উঠতে

Image

খোলা মনে রঙ বেরঙে

Image
  নিজস্ব সংবাদদাতাঃ সোমবার, ১৫ই মে, ২০২৩’   পশ্চিমবঙ্গ সরকারের শোভন দেব চট্টোপাধ্যায় কৃষি মন্ত্রী হাত ধরে  আ ইসিসির, জামিনি রায়, আর্ট গ্যালারিতে   উন্মোচিত হল লেখিকা শিল্পী চক্রবর্তী-র রচিত বই খোলা মনে রঙ বেরঙে।বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের দুই যুগ্ম আয়োগ অনুপম হালদার ও পাঞ্চালী মুন্সী সহ অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী, দক্ষিণেশ্বর ভবতারিণী কালী মন্দিরের অছিপরিষদ-এর কর্ণধার কুশল চৌধুরী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।বাচ্চাদের উপর মোবাইলের দুষ্প্রভাব এই পুস্তকের মূল আলোচ্য বিষয়। অনুষ্ঠানে বিশেষ ভাবে অভিনন্দিত করা হয় সহস্রাংশু পাত্র-কে। করোনা অতিমারীর সময় লক ডাউন চলাকালীন ভার্চুয়াল মাধ্যমে পঠন পাঠন করতে করতে চোখের পাওয়ার বেড়ে যায় এই পড়ুয়ার। বর্তমানে মোবাইল থেকে সহস্র যোজন দূরে থাকতেই পছন্দ করে এই পড়ুয়া। লেখিকা শিল্পী চক্রবর্তী-র অনেকদিন থেকেই মনে হচ্ছিল ছোটোদের জন্য কিছু লিখি। ওদের মন ছোঁওয়ার একটু চেষ্টা করি। একটু ওদের কথা জানি। অনেক বিশিষ্ট, গুনী ও সাধারণ ব্যক্তি আমার এই প্রয়াসকে সাধুবাদ দেন ও উৎসাহিত করেন। লেখিকা শিল্পী চক্রবর্তী-র মনে হচ্ছিল ছোটোরা বো

SEED ACADEMY INDIA has come up with an unique concept

Image
  Deep Mistry, Monday, 15th May, 2023 Press Club Kolkata, Mr. Deepak Pramanik, Founder & Director, SEED ACADEMY INDIA and Mrs. Minnie Sengupta   ( former Headmistress, Primary section, Sushila Birla School & Founding Principal, Birla High School, Mukundapur Campus) who is the mentor of SEED ACADEMY ENGLISH SPEAKING programme are happy to announce the launch of a unique initiative where participants who want to speak English Confidently can learn the same by attending classes over the video platform where there is an interactive platform where the trainer will help the participants to learn to speak English confidently. The unique differentiator is that the medium of instructions will be Bengali which is the language of comfort for the participants and that would help them to learn easily and effectively. “Any language is about overcoming the hesitation that exists in our mind which prevents us from speaking the language.”   Our attempt at SEED ACADEMY ENGLISH SPEAKING COURSE wi

Wi-Fi সুবিধা বিনামূল্যে পাওয়া যাবে

Image
  নিজস্ব সংবাদদাতাঃ সোমবার, ১৫ই মে, ২০২৩’  পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা প্রেস ক্লাবে একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল।   পিএম বাণীর অধীনে কর্মসংস্থান এবং স্ব-কর্মসংস্থান পান - গৌরব সিং কলকাতা। দেশের সকল পাবলিক প্লেসে ওয়াই-ফাই সুবিধা প্রদানের জন্য প্রধানমন্ত্রী ওয়াইফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইনিশিয়েটিভ (পিএম ওয়ানি) প্রকল্পের অধীনে, এই উপলক্ষ্যে পিএম বাণী ওয়াইফাই অপারেটরের সহ-প্রতিষ্ঠাতা গৌরব সিং জানান, কীভাবে ওয়াই-ফাই সেন্টার এবং ডেটা সেন্টার চালু করে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান করা যায়। গৌরব সিং জানিয়েছেন যে পিএম বাণী যোজনার অধীনে সারা দেশে পাবলিক ডেটা সেন্টার খোলা হচ্ছে। এই পর্বে এটি কলকাতায়ও শুরু হচ্ছে, এর ফ্র্যাঞ্চাইজি দেওয়া হয়েছে কলকাতায় কৃষ্ণা রাজভারকে। যার মাধ্যমে উন্নত ইন্টারনেট সংযোগ প্রদানকারী ব্যক্তিদের বিনামূল্যে Wi-Fi সুবিধা দেওয়া হবে। এই স্কিমের মাধ্যমে প্রতিটি নাগরিক ইন্টারনেটের সাথে সংযুক্ত হতে পারেন। যার কারণে তারা অনেক ধরনের পাবেন। ছোট ব্যবসায়ী এবং দোকানদাররাও এই প্রকল্পের মাধ্যমে ব্যবসা করা সহজ হবে। গৌরব সিং বলেছেন যে পিএম ওয়ানি যোজনার অধীনে কোনও পাবলিক

আত্মবিশ্বাসের সাথে ইংরেজি বলতে শিখতে সাহায্য করবে।

Image
নিজস্ব সংবাদদাতাঃ সোমবার, ১৫ই মে, ২০২৩’ প্রেস ক্লাব কলকাতা, শ্রীমান দীপক প্রামাণিক , প্রতিষ্ঠাতা ও পরিচালক , সীড একাডেমি ইন্ডিয়া এবং শ্রীমতি মিনি সেনগুপ্ত (প্রাক্তন প্রধান শিক্ষিকা , প্রাথমিক বিভাগ , সুশীলা বিড়লা স্কুল এবং প্রতিষ্ঠাতা অধ্যক্ষ , বিড়লা হাই স্কুল , মুকুন্দপুর ক্যাম্পাস) যিনি সীড একাডেমি ইংলিশ স্পিকিং প্রোগ্রামের পরামর্শদাতা , একটি অনন্য উদ্যোগের সূচনা করতে পেরে আনন্দিত যেখানে অংশগ্রহণকারীরা যারা আত্মবিশ্বাসের সাথে ইংরেজি বলতে চায় তারা ভিডিও প্ল্যাটফর্ম দ্বারা ক্লাসে অংশগ্রহণ করে ইংরেজি ভাষা শিখতে পারে। এটি একটি ইন্টারেক্টিভ প্ল্যাটফর্ম যেখানে প্রশিক্ষক অংশগ্রহণকারীদের আত্মবিশ্বাসের সাথে ইংরেজি বলতে শিখতে সাহায্য করবে। এই কোর্সটির অনন্য পার্থক্য হল যে নির্দেশের মাধ্যম হবে বাংলা যা অংশগ্রহণকারীদের জন্য স্বাচ্ছন্দ্যের ভাষা এবং যা তাদের সহজে এবং কার্যকরভাবে ইংরেজি শিখতেসাহায্য করবে। "যে কোনো ভাষা শিখতে প্রয়োজন আমাদের মনের মধ্যে বিদ্যমান দ্বিধাকে অতিক্রম করা যা আমাদের কথা বলতে বাধা দেয়।" সীড একাডেমি ইংলিশ স্পিকিং কোর্স এ আমাদের প্রচেষ্টা হবে অংশ গ্রহণ কারীদের

হাত মেলালো Axis Bank এবং India Shelter Finance Corporation ltd

Image
  দেবাঞ্জন দাস,   কলকাতা,   শনিবার, ৬ মে, ২০২৩ Axis Bank, এবং India Shelter Finance Corporation Ltd (India Shelter),   কো-লেন্ডিং মডেলের অধীনে একটি কৌশলগত অংশীদারিত্ব ঘোষণা করলো ।   এই অংশীদারিত্বের মাধ্যমে, উভয় ঋণদাতাই আধা-শহুরে অঞ্চলের মধ্য ও নিম্ন আয়ের অংশের ঋণগ্রহীতাদের নিরাপদ MSME ঋণ প্রদান করবে। এই অংশীদারিত্ব Axis Bank-এর গভীর আর্থিক দক্ষতা এবং India Shelter-এর শক্তিশালী ঋণ প্রক্রিয়াকরণ প্রযুক্তির সাহায্যে ঋণগ্রহীতার ক্রেডিট প্রোফাইল মূল্যায়ন করবে এবং তাদের সর্বোত্তম সুদের হারে ঋণ অফার করবে, নির্বিঘ্ন ব্যাঙ্কিং অভিজ্ঞতা নিশ্চিত করবে। এই অংশীদারিত্ব Axis Bank এবং India Shelter কে অনানুষ্ঠানিক সেগমেন্টের সম্ভাব্য গ্রাহকদের কাছে পৌঁছানোর ক্ষমতা দেবে যারা ক্রেডিট পাওয়ার জন্য নতুন এবং বড় প্রতিষ্ঠানের দ্বারা কম পরিষেবা দেওয়া হয়। সহযোগিতার বিষয়ে কথা বলতে গিয়ে, মুনীশ শারদা, গ্রুপ এক্সিকিউটিভ এবং হেড- ভারত ব্যাঙ্কিং, অ্যাক্সিস ব্যাঙ্ক বলেছেন, “ ইন্ডিয়াশেল্টারের সাথে আমাদের অংশীদারিত্ব ব্যাঙ্কের ভারত ব্যাঙ্কিং মিশনের সাথে সারিবদ্ধভাবে প্রত্যন্ত অঞ্চলে আমাদের নাগাল প্রসারিত ক