নকল সোনার গহনা বিক্রি করতে এসে ধরা পড়ে যায়
নিজস্ব সংবাদ দাতাঃ কলকাতা, মঙ্গলবার, ২৩ মে, ২০২৩’ নকল সোনার গহনা বিক্রি করতে এসে আটক করে বেলঘরিয়া থানার পুলিশ।টনাটি ঘটেছে বেলঘরিয়ার বিভার মোড় সংলগ্ন এক সোনার দোকানে। সকাল বেলা বেলঘরিয়ার পি সি পোদ্দার জুয়েলারিতে ৩৯ বছররের এক যুবক বিক্রম চৌধুরী নামে আসেন বেশ কিছু কানের দুল আর গহনা নিয়ে । দোকানের মালিক টগোর পোদ্দার গহনা গুলি পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে দেখেন নকল সব গহনা। তখন তিনি যুবকটিকে আটকে রেখে বেলঘরিয়া থানায় খবর দিলে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ যুবকটিকে বেশ খানিকক্ষণ ধরেজিজ্ঞাসাবাদ করে জানতে পারে, অভিযুক্ত বিক্রম চৌধুরী নোয়াপাড়া থানার অন্তর্গত গারুলিয়া কাংগুলি ঘাট, ঠাকুরবাড়ি রোড এলাকার বাসিন্দা। বেশ কিছু গহনা হলমার্ক থাকা সত্বেও এত দুর এলাকায় এসে বিক্রি করা নিয়ে সন্দেহ হওয়ায় সোনার দোকানের মালিক তথা বঙ্গীয় স্বর্ণ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক এবং ন্যাশনাল জেমস এন্ড জুয়েলারি কাউন্সিল অফ ইন্ডিয়ার মহা নির্দেশকটগোর পোদ্দার গহনা পরীক্ষা করে দেখেন, সব গহনা নকল। আর তারপরই বেলঘরিয়া থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে অভিযুক্ত বিক্রম চৌধুরীকে আটক করা হয়।
Comments
Post a Comment