Posts

Showing posts from December, 2024

বাংলাদেশে ঘুরতে গিয়ে

Image
আড়ালে আবডালে নিউজ- বেলঘড়িয়া কামারহাটি পৌরসভার অন্তর্গত ২৭ নম্বর ওয়ার্ডের দেশপ্রিয় নগর, ৩৫ নম্বর সোনার বাংলা বাসিন্দা সায়ন ঘোষ  বাংলাদেশে ঘুরতে গিয়ে আক্রান্ত হয়। সায়ন ঘোষের    বাড়িতে    প্রথমে সকালবেলায় আসেন  ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজ্যের সভাপতি শুভঙ্কর সরকার এবং  দুপুরবেলায় বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং দীর্ঘক্ষণ সায়নের সাথে কথা বলেন বিভিন্ন বিষয়ে নিয়ে  কাথা  বলেন   এবং  তারপরে তার বাবার সাথে কথা বলেন এবং  অর্জুন সিং  সায়ন ঘোষ  পরিবারের পাশে থাকার  আশ্বাস দেন  এবং সব রকমের সাহায্য করার কথা জানান। 

আমার গুঁতোতে ও সনাতনীদের গর্জনে এক লক্ষ বৈধ বাংলাদেশী ও রোহিঙ্গা পালিয়েছে বললেন শুভেন্দু

Image
  বেবি চক্রবর্ত্তী : কলকাতা :- দিন কয়েক আগে কলকাতার যাদবপুরের একটি পথসভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন যে বাংলাদেশী অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের চুলের মুঠি ধরে এ দেশ থেকে তাড়াবেন । একই কথা বলেছিলেন সোমবার বনগাঁয় একটি জনসভায় । আজ মঙ্গলবার দুপুরে বিধানসভার গেটের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা দাবি করেন, 'আমার গুঁতোতে এবং সনাতনীদের গর্জনে এক লক্ষ বৈধ বাংলাদেশী পালিয়েছে ।নিউমার্কেটের হোটেলগুলো দেখুন মশা মাছি তাড়াচ্ছে । পালিয়েছে…. বাকিগুলোকেউ তাড়াবো । কিচ্ছু করতে হবে না…. সরকার লাগবেনা… হিন্দুর যদি বাচ্চা হই এদেরকে তাড়াবো এখান থেকে । একটা ডাকে এক লক্ষ পালিয়েছে । বেনাপোলে যান দেখবেন লাইন দিয়ে পালাচ্ছে । নিউ মার্কেটের হোটেলে যান দেখবেন একটাও রোহিঙ্গা নেই । শ্যামলী পরিবহনে যান দেখবেন একটা সিটেতেও লোক নেই।' পশ্চিমবঙ্গে বাংলাদেশী মুসলিম এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নিয়ে দীর্ঘদিন ধরে সরভ হচ্ছে বিজেপি । বিভিন্ন সভা সমাবেশে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশী রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দিয়ে জনবিন্যাসের পরিবর্তন ঘটানোর ষড়যন্ত্র ...

Bringing the Voice of Bengal Closer to Every Home

Araley Abdaleye News- Kolkata December 3, 2024: Ei Samay, the leading voice of Bengal, proudly announces the launch of its much-anticipated North Bengal Edition, marking a historic milestone. This is the first major newspaper to debut in the region in 22 years, setting the stage for a new era in Bengali journalism. While catering to the vibrant and diverse communities of North Bengal, the print edition is all set to provide extensive coverage across Darjeeling, Jalpaiguri, Cooch Behar, Alipurduar, Dinajpur, and Maldah. By addressing regional issues while seamlessly connecting them with state-wide concerns, Ei Samay aims to bridge gaps and unify voices across Bengal, ensuring a shared narrative for the entire state.   At the onset of this launch, Ei Samay Online introduced a dedicated North Bengal section, offering readers real-time updates and insights. This digital expansion is amplified through robust social media engagement, ensuring the pulse of North Bengal resonates glob...

মমতাই আমার দলনেত্রী এমনই শোনা গেলো হুমায়ুন কবিরের মুখে

Image
  বেবি চক্রবর্ত্তী :কলকাতা :- শোকজ পেয়ে নিরাপত্তাতেও কাটছাঁট হয়েছে। এমনকী ভরা বিধানসভায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ধমকও খেয়েছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। এবার মুখ খুললেন তিনি। এতদিন ধরে প্রকাশ্যে যা বলেছেন তার জন্য ক্ষমা চাইলেন হুমায়ুন। একইসঙ্গে তাঁর দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে কোনওদিনই প্রশ্ন তোলেননি।বরং মুখ্যমন্ত্রী যেভাবে বিধায়কদের সঙ্গে বৈঠকে সবটা তুলে ধরেছেন তাতে খুশি হুমায়ুন। হুমায়ুন কবির দাবি তুলেছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশমন্ত্রী করার। সেখান থেকেই শুরু হয় বিতর্ক। এরপর আক্রমণ করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে। অভিযোগ ছিল, তিনি যেখানকার বিধায়ক, সেখানে অভিযোগ জানানোর জন্য কাউকে পাওয়া যায় না। এরপর গতকাল তৃণমূলের সব বিধায়কদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি বুঝিয়ে দেন দল তিনি এবং সুব্রত বক্সী দেখবেন। সেই প্রসঙ্গে মন্তব্য করেন হুমায়ুন। বলেন, “মুখ্যমন্ত্রী সুন্দরভাবে গাইড করেছেন। সবাইকে একই পরিবারের সদস্য বলেছেন। এটা ভাল লাগছে। এবার একদম উল্টো সুর...

পুর্ব ছাড়িয়ে পশ্চিম মেদনীপুরের মাটিতেও সাফল্য ইন্দ্রানী ধানবীজের

Image
সুপ্রকাশঃ পূর্ব মেদিনীপুরের পর, এবার উচ্চ ফলনশীল ধানচাষে সাফল্য মিলল পশ্চিম মেদিনীপুর জেলায়।  বীজ গবেষণা এবং উৎপাদন প্রতিষ্ঠান নুজিভীডু সিডস জানিয়েছে, তাদের তৈরি ‘ইন্দ্রাণী এন পি সত্তর একষট্টি’ নামে উচ্চফলনশীল ধান বীজ এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। ধান চাষের জন্য এই বীজ ব্যবহৃত হলে উৎপাদনে ঘাটতি  মিটবে এবং আগামী দিনে পশ্চিমবঙ্গ তার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে পাবে। এই প্রসঙ্গে পশ্চিম মেদিনীপুরের  গোপীবল্লভপুর ২, ভান্ডারডিহা গ্রামে এই ধানবীজের উৎপাদনের সাফল্য নিয়ে এক সঙ্গিতানুষ্ঠানের আয়োজন করা হয়। বিখ্যাত লোক সঙ্গীত শিল্পী, অভিজিৎ আচার্য,  ধান বীজ ইন্দ্রাণীর ফলন দেখে অভিভূত হন এবং ইন্দ্রাণী নিয়ে নতুন গান গেয়ে শোনান। গানের মাধ্যমে সেখানে জমায়েত চাষীদের এই বীজ দিয়ে চাষ করতে উৎসাহিত  করে তোলেন। নতুন এই ধানবীজ  বিভিন্ন ধরনের মাটি ও জলবায়ু অনুযায়ী, কৃষকদের সরবরাহ করা হয় । বন্যায় বেশ কয়েকদিন ক্ষেত ডুবে থাকলেও এই গাছের তেমন ক্ষতি হয় না। এই ধরনের ধানগাছের রোগপ্রতিরোধ ক্ষমতা বেশি বলে পোকামাকড়ের আক্রমণে ফসল নষ্ট হওয়ার আশঙ্কাও কম। তাই উচ্চ ফলনের সম্ভাবনাও বেশি।  শিসে...

৩০ তম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল

Image
দেবাঞ্জানঃ  ২ ডিসেম্বর : শুরু হতে চলেছে ৩০ তম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল। আগামী ৪ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত কলকাতা শহর জুড়ে বিভিন্ন প্রেক্ষাগৃহে এই উৎসব চলবে।  নন্দন ১ ২ ৩, শিশির মঞ্চ, রবীন্দ্র সদন,  নজরুল তীর্থ সহ মোট কুড়িটি প্রেক্ষাগৃহে এই উৎসবে মনোনীত ছবিগুলি দেখানো হবে।  ২৪৫৯ টি ছবি এই ৩০ তম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে জমা পড়েছিল। তার মধ্যে ৪২ টি ফিচার এবং ৩০ টি শর্ট এবং ডকুমেন্টারি কম্পিটিশন ক্যাটেগরিতে মনোনীত হয়েছে।  নন কম্পিটিশন ক্যাটাগরীতে রয়েছে ১০৩ টি ছবি। সারা বিশ্ব থেকে ২৯ টি দেশ থেকে ছবি এসেছে এবার। সব মিলিয়ে ১৭৫ টি ছবি দেখানো হবে এই ৩০ তম কলকাতা আন্তর্জাতিক ফেস্টিভেল এ।  ৪ ডিসেম্বর কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে এবারের ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন হবে। উদ্বোধনী ছবি দেখানো হবে তপন সিংহের নির্দেশনায় রবি ঘোষ অভিনীত গল্প হলেও সত্যি।  এবারের ফিল্ম ফেস্টিভ্যালে ফোকাস দেশ হলো ফ্রান্স। সেখানকার একুশটি ছবি দেখানো হচ্ছে।

নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন অয়ন শীল :-

Image
বেবি চক্রবর্ত্তী :হুগলী :- নিয়োগ দুর্নীতি মামলায় এবার জামিন পেলেন অয়ন শীল। তাঁকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন  কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ।১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর হয়েছে। এর পাশাপাশি একাধিক শর্ত মানতে হবে অয়ন শীলকে।গত বছরের মার্চ মাসে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন অয়ন শীল। এই মামলায় অন্যতম অভিযুক্ত বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তিনি। গ্রেফতারির আগে অয়নের বাড়ি, ফ্ল্যাট এবং অফিসে তল্লাশি অভিযান চালিয়ে দুর্নীতি সংক্রান্ত একাধিক নথিও উদ্ধার করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তার মধ্যে ছিল অনেক ওএমআর শিটের জেরক্স কপিও। সেই ইডির মামলায় সোমবার জামিন পেলেন তিনি। কলকাতা হাইকোর্টের নির্দেশ, অয়ন শীলকে পাসপোর্ট জমা রাখতে হবে। একই সঙ্গে তিনি মোবাইল নম্বর বদলাতে পারবেন না। তদন্তেও পূর্ণ সহযোগিতা তাঁকে করতে হবে। এদিকে জামিন মিললেও এখনই জেলমুক্তি ঘটছে না অয়নের। কারণ পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার পাশাপাশি তাঁকে প্রাথমিক নিয়োগ মামলাতে গ্রেফতার করেছিল সিবিআই। তাই জামিন পেয়ে গেলেও জেলেই থাকতে হবে হুগলির এই ব্যবসায়ী-প্রোমোটারকে।শান্...

নব নিযুক্ত ছয় বিধায়কের শপথ গ্ৰহন হলো রাজ ভবনে

Image
বেবি চক্রবর্ত্তী : কলকাতা :- রাজ্যের সাম্প্রতিক ছয় বিধানসভা উপনির্বাচনে জয়ী প্রার্থীরা আজ এক বিশেষ অনুষ্ঠানে শপথ গ্রহণ করেছেন। বিধানসভা ভবনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্পিকার বিমান ব্যানার্জী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। শপথগ্রহণ পাঠ করান রাজ্যপাল সিভি আনন্দ বোস।শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয় সঙ্গীতা রায়ের মাধ্যমে। এরপর একে একে শপথ গ্রহণ করেন জয়প্রকাশ টপ্প, রবিউল ইসলাম, সনৎ দে, সুজয় হাজরা এবং ফাল্গুনী সিংহ বাবু। এই ছয়জন নবনির্বাচিত বিধায়করা আগামী দিনে রাজ্যের উন্নয়নে তাদের অবদান রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।মুখ্যমন্ত্রীর বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথগ্রহণ অনুষ্ঠান শেষে নতুন বিধায়কদের শুভেচ্ছা জানান এবং তাদের ভবিষ্যৎ কাজের জন্য পরামর্শ দেন। তিনি বলেন, আপনারা রাজ্যের উন্নয়ন ও সাধারণ মানুষের সেবায় অঙ্গীকারবদ্ধ থাকুন। একসঙ্গে কাজ করে আমরা রাজ্যকে আরও উন্নত অবস্থানে নিয়ে যাব।এই ছয়টি উপনির্বাচন বিভিন্ন কারণে অনুষ্ঠিত হয়। তৃণমূল কংগ্রেস প্রার্থীরা সবকটি আসনে জয়ী হয়ে দলের শক্তি আরও দৃঢ় করেছে। এই জয় রাজ্যের রাজনীতিতে তৃণম...

অভিষেকের প্রশ্নে বিপাকে মোদীর প্রতিমন্ত্রী

Image
  বেবি চক্রবর্ত্তী: কলকাতা :- আরও একবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নবাণে জর্জরিত হলেন মোদীর মন্ত্রী। দেশের বিভিন্ন আদালত, এমনকী সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের পরে কোন কোন সরকারি বা বেসরকারি পদে নিয়োগ করা হয়েছে? কেন্দ্রীয় আইন মন্ত্রকের থেকে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।আর তাতেই কার্যত হিমশিম খেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। গোপন করতে চাইলেন তথ্যও। প্রসঙ্গত, শুক্রবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিখিত প্রশ্নের উত্তর দিতে গিয়ে কেন্দ্রীয় আইন মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেই ফেললেন, অবসরপ্রাপ্ত প্রাক্তন বিচারপতিদের কবে কোথায় নিয়োগ করা হয়েছে তার কোনও হিসেব কেন্দ্রীয় সরকারের কাছে নেই। এই প্রসঙ্গেই কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, অবসরপ্রাপ্ত বিচারক, বিচারপতিদের নিজেদের প্রয়োজনে নিয়োগ করতে পারে কেন্দ্র কিংবা রাজ্য। বিকেন্দ্রীকরণ নীতি মেনেই এই নিয়োগ হয়ে থাকে। সেই কারণেই কেন্দ্রের কাছে এই বিষয়ে কোনও তথ্য নেই, তা রীতিমতো স্বীকার করে নিতে হল মন্ত্রীকে।

বাবুন বনাম ষষ্ঠী র নির্বাচন লড়াই

Image
  বেবি চক্রবর্ত্তী : কলকাতা :- বাবুন বনাম ষষ্ঠীর এই নির্বাচন নিয়েই আগ্রহ ছিল রাজ্য রাজনীতিতেও। খোদ মমতার পরিবারের লোক, একে অপরের বিরুদ্ধে যুদ্ধে নেমেছেন সচরাচর দেখা যায়নি। শুক্রবার BOA-র নির্বাচনের ফল যা অনুমান করা হয়েছিল, তাই হল। বাবুন মাত্র ২০টা ভোট পেয়েছেন। প্রেসিডেন্ট পদে বিরোধী প্রার্থী চন্দন রায়চৌধুরী পেয়েছেন ৪৫টি ভোট। কেন ভোটের পার্থক্য এতো বেশি? আসল কথা বুবুন মমতা বিরোধিতায় ময়দানে নেমেছিলেন। কিন্তু অজিত বন্দ্যোপাধ্যায় কখনোই প্রতিযোগিতায় মমতার কথা বলেন নি। লোকসভা ভোটে শোনা গিয়েছিল, তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন। যার জেরে মমতা তাঁকে ত্যাজ্য ভাই করেছিলেন। বিওএ-র নির্বাচনে মমতার ঘনিষ্ঠ লোকজন বুঝিয়ে দিলেন বাবুন আর ময়দানে ডাল পালা মেলতে পারবেন না। একা অজিত নন, বাবুন বিরোধিতায় নেমেছিলেন খোদ ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও। লেক ক্লাব থেকে বিজয়গড়ের অফিস, গোপন ডেরায় একাধিক বৈঠকে তৈরি হয়েছে বাবুনকে সরানোর নীল নকশা। এবং শেষ পর্যন্ত তা সফল হয়।কেই বলে খ্যাতির বিড়ম্বনা। পরস্পর যুদ্ধে রত দু'জনেই মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলতে মমতার ভাই ও দাদা। ব্যাপারটা একটু পরিষ্কার করা দরকার। মমতারই ছাপ ব...

হুগলী জেল থেকে বর্ধমান সেন্ট্রাল জেলে

Image
বেবি চক্রবর্ত্তী :হুগলী :- কড়া পাহারায় আজ হুগলি জেল থেকে বর্ধমান জেলে নিয়ে যাওয়া হল চুঁচুড়া আদালতে ফাঁসির সাজা প্রাপ্ত বিশাল দাস সহ সাত দুষ্কৃতীকে। বৃহস্পতিবারই চুঁচুড়ার যুবক বিষ্ণু মাল হত্যাকাণ্ডে কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাস ও তাঁর ছয় সঙ্গীকে ফাঁসির সাজা দেয় চুঁচুড়া আদালতের ফাস্ট ট্র্যাক কোর্ট। চার বছর আগে ত্রিকোণ প্রেমের জেরে খুন হয়েছিলেন বিষ্ণু মাল।ঘটনার তদন্তে নেমে এই নৃশংস হত্যাকাণ্ডে যুক্ত সমস্ত অপরাধীকে গ্রেফতার করে   সেই ঘটনায় দোষী সাব্যস্ত করা হয় বিশাল দাস সহ সাত দুষ্কৃতীকে। বৃহস্পতিবার ফাঁসির সাজা ঘোষণার পরেই চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি সরকারি আইনজীবীকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন চুঁচুড়া পুলিশ লাইনে। তিনি বলেন,চুঁচুড়া আদালত ঐতিহাসিক রায় দিয়েছে। এটা সম্ভব হয়েছে সঠিক তদন্তে। তদন্তকারী অফিসার তমাল মোহান্তির টিম ভালো কাজ করেছেন। প্রত্যেককে পুরস্কৃত করা হবে।ফাঁসির সাজা হওয়ার পরেই সাতজনকে হুগলি জেলা সংশোধনাগার থেকে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠিয়ে দেওয়া হল। জেল সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সংশোধনাগার হওয়ায় সেখানে নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি জোরদার। তাই ...