আমার গুঁতোতে ও সনাতনীদের গর্জনে এক লক্ষ বৈধ বাংলাদেশী ও রোহিঙ্গা পালিয়েছে বললেন শুভেন্দু

 

বেবি চক্রবর্ত্তী : কলকাতা :- দিন কয়েক আগে কলকাতার যাদবপুরের একটি পথসভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন যে বাংলাদেশী অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের চুলের মুঠি ধরে এ দেশ থেকে তাড়াবেন । একই কথা বলেছিলেন সোমবার বনগাঁয় একটি জনসভায় । আজ মঙ্গলবার দুপুরে বিধানসভার গেটের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা দাবি করেন, 'আমার গুঁতোতে এবং সনাতনীদের গর্জনে এক লক্ষ বৈধ বাংলাদেশী পালিয়েছে ।নিউমার্কেটের হোটেলগুলো দেখুন মশা মাছি তাড়াচ্ছে । পালিয়েছে…. বাকিগুলোকেউ তাড়াবো । কিচ্ছু করতে হবে না…. সরকার লাগবেনা… হিন্দুর যদি বাচ্চা হই এদেরকে তাড়াবো এখান থেকে । একটা ডাকে এক লক্ষ পালিয়েছে । বেনাপোলে যান দেখবেন লাইন দিয়ে পালাচ্ছে । নিউ মার্কেটের হোটেলে যান দেখবেন একটাও রোহিঙ্গা নেই । শ্যামলী পরিবহনে যান দেখবেন একটা সিটেতেও লোক নেই।'

পশ্চিমবঙ্গে বাংলাদেশী মুসলিম এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নিয়ে দীর্ঘদিন ধরে সরভ হচ্ছে বিজেপি । বিভিন্ন সভা সমাবেশে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বাংলাদেশী রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দিয়ে জনবিন্যাসের পরিবর্তন ঘটানোর ষড়যন্ত্র চালানোর অভিযোগ তুলছে রাজ্য বিজেপির তাবর নেতারা । বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এ নিয়ে বারবার সরব হতে দেখা যায় । যদিও রাজ্যের শাসক দল পশ্চিমবঙ্গে বাংলাদেশী অনুপ্রবেশকারী মুসলিমদের উপস্থিতির কথা অস্বীকার করে । আজ নিজের মোবাইল ফোন থেকে রোহিঙ্গাদের কিছু ছবি দেখান শুভেন্দু অধিকারী । শুভেন্দু অধিকারী হাওড়ায় বসবাসকারী রোহিঙ্গাদের ছবি সাংবাদিকদের দেখিয়ে বলেন,'বলছে যে ভিসা ছাড়াই ঢুকেছিলাম, এখন ঠিক আছি । কত রোহিঙ্গা নেবেন ? এক বছর আগে ভারতের ঢুকেছে । ভিসা নেই কিছুই নাই । চোর তৃণমূল এদের ভোটার লিস্টে নাম তুলেছে । তৃণমূলের ২ কোটে ৭৫ লাখ ভোটারের মধ্যে ২ কোটি মুসলমান । আর আমাদের দু কোটি ৩৩ লাখ ২৭ হাজারে সব হিন্দু আর জনজাতির ভোট ।' তিনি মেমারিও ডানকুনিতে বসবাসকারী কিছু রোহিঙ্গাদের ছবি দেখিয়ে বলেন,'আমি সব তথ্য সংগ্রহ করছি এনআইএকে দেবো ।মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, 'মুখ্যমন্ত্রীর একই অঙ্গে অনেক রূপ । এখানে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছেন, সেই কারণে কোন ব্যবস্থা ছাড়াই বনগাঁর পেট্রোপলে হাজার হাজার হিন্দু বেরিয়ে এসেছেন । মুখ্যমন্ত্রী এর আগে যেমন মুসলিমদের ভয় পেতেন এখন হিন্দুদের ভয় পাচ্ছেন । তাই মুখ্যমন্ত্রী বিভিন্ন কথা বলে ওনার সঙ্গে যে কয়েক পার্সেন্ট হিন্দু আছে তাদের রক্ষা করার জন্য মরিয়া এবং শেষ চেষ্টা করছেন।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....