দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা
শুভ ঘোষ “তপশিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র”, গ্রাম-গেঁটেগোড়ী, পোষ্ট-পলাশী, থানা-ধনিয়াখালি, জেলা-হুগলী, পিন-৭১২৩০৩ (পঃ বঃ) সংস্থার কর্মীদের বহু প্রতীক্ষার ফল বাস্তবায়িত হল। এর ফলে সংস্থার সাথে যুক্ত কর্মীদের মনের আশা আকাঙ্ক্ষাও পূর্নতা পেল। সংস্থার সাথে যুক্ত প্রায় দশ হাজার (১০০০০) কর্মী যারা দীর্ঘদিন ধরে সংস্থার সাথে যুক্ত ছিলেন, বিভিন্ন প্রতিকূলতার শিকার হওয়ার পরেও নিজেদেরকে সংস্থার সাথে নিয়োজিত রেখে আজকের এই জায়গায় সংস্থাকে পৌঁছে দিয়েছেন এবং নিজেদের ভবিষ্যতেও তৈরি করে নিয়েছেন।
হয়তো প্রত্যেকে যেটা আশা করেছিলেন সেই সময়ের থেকে অবশ্যই কিছুটা বেশি সময় লেগেছে কিন্তু বাস্তবায়িত হয়েছে ভবিষ্যৎ । সংস্থার বর্তমান জায়গায় পৌঁছাতে সংস্থার সম্পাদক, মাননীয় সৌমেন কোলে মহাশয় যেভাবে সকলকে সাথে নিয়ে কাজটি সম্পন্ন করলেন সেটি অনেকাংশেই বিরল থেকে বিরলতর ঘটনা ।
হয়তো প্রত্যেকে যেটা আশা করেছিলেন সেই সময়ের থেকে অবশ্যই কিছুটা বেশি সময় লেগেছে কিন্তু বাস্তবায়িত হয়েছে ভবিষ্যৎ । সংস্থার বর্তমান জায়গায় পৌঁছাতে সংস্থার সম্পাদক, মাননীয় সৌমেন কোলে মহাশয় যেভাবে সকলকে সাথে নিয়ে কাজটি সম্পন্ন করলেন সেটি অনেকাংশেই বিরল থেকে বিরলতর ঘটনা ।
যার ফলস্বরুপ সমস্তকিছু নিয়মনীতি মেনে ২০২৪ সালের মার্চ মাস থেকে তার সুফল কিছুজন হলেও পেতে শুরু করেছেন, ধাপে ধাপে গতিও বেড়েছে । আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রায় প্রত্যেকেই যারা সংস্থার সাথে সক্রিয়ভাবে যুক্ত আছেন তাঁরা এই সুবিধার আওতায় চলে আসবেন, তার প্রক্রিয়াকরণও শুরু হয়ে গেছে । চলতি মাসেই তার প্রক্রিয়াকরণ সম্পন্ন হয়ে যাবে ।
যার ফলস্বরুপ পরবর্তী ২ মাস অর্থাৎ আগস্ট, সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত সকলেই এই সুবিধার আওতায় চলে আসবেন । যারা অফিস পরিচালনা করছেন তাঁদের এবং সংগঠকদের মিলিত প্রচেষ্টার ফলস্বরূপ এটা সম্ভব হল । সংস্থাটি ভারত সরকারের Tribal Affairs Department এর approved organisation হিসাবে ২০২৩ সালের ২৩ আগস্ট স্বীকৃতি পেয়েছে ।
ভারত সরকারের NSDC-এর Fishery-এর উপর এপ্রিল মাসের ২২ তারিখ থেকে মে মাসের ১৭ তারিখ পর্যন্ত এবং জুন মাসের ৩ তারিখ থেকে জুন মাসের ২৮ তারিখ পর্যন্ত যে ট্রেনিং হয়েছে সেই ট্রেনিংয়ে প্রথম পর্যায়ে সংস্থার ১০ জন এবং ২য় পর্যায়ে সংস্থার ৭ জন কর্মী এই ট্রেনিং সম্পন্ন করেছেন ।
এই ট্রেনিংয়ের মাধ্যমে সংস্থা ও তাঁরা উভয়েই উপকৃত হবেন । এই ট্রেনিং ছাড়া আরও বেশ কিছু ট্রেনিং যেমন Agriculture, Fishery, Lac Cultivation, Horticulture, Bee Farming, Goatary, Dairy, Poultry, Herbal, Q.C.I, N.I.S.E, Mass Communication, I.T, Computer, Coconut Board, Cold Chain ইত্যাদি যেগুলি সামনের সপ্তাহ থেকে শুরু হবে ।
সংস্থাটির মাধ্যমে উল্লেখযোগ্য যে কাজগুলি হয় সেগুলি হল - Composite Agriculture Farming, Lac Cultivation, Animal Husbandry, Goatary, Fishery, Bee Farming, Medicinal Plant Cultivation, Poultry Farming, Kadaknath Farming, Skill Training Program, Horticulture, Vermi-Compost ।
Comments
Post a Comment