Posts

Showing posts from October, 2022

শারদ সম্মান ২০২২

Image
নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা , এ এন প্রোডাকশন , রাজীব প্রোডাকশন এর যৌথ উদ্যোগে ইন আর আই এর সহযোগীতায় শারদ সম্মান ২০২২ প্রদান করা হল পল্লীর যুবকবৃন্দ , প্রফুল্ল কানন বালক বৃন্দ ইস্ট , বিবেকানন্দ সার্বজনীন , ইয়াং মেনস স্পোটিং অ্যাসোসিয়েশন , শ্যামপুকুর সংঘ তীর্থ দুর্গোৎসব সমিতি , সিমুলিয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি , সিমলা ব্যায়াম সমিতি সহ আরো বারটি ক্লাবে।  এই পুরস্কার প্রদান করলেন রাজস্থানের রাজীব গোলচা। সঙ্গে ছিলেন স্বস্তিকা রায় , দেবারতি ঘোষ এবং প্রণয় গুপ্তা।

ক্যাফেও চালু করলো ইমন।

Image
  নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা , ৩০ সেপ্টেম্বর , ২০২২ , শুক্রবার , পঞ্চমীর দিন উদ্বোধনে হল ' ইমন ' । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র পারিষদ ও   বিধায়ক দেবাশিস কুমার এবং স্থানীয় পৌর পিতা   অরিজিৎ দাস ঠাকুর। হস্তশিল্প সংস্থা ' ইমন ' এর প্রথম বিপণির পথ চলা শুরু হলো । ' দেশীয় ' নামে এই বিপণির সঙ্গেই একটি ক্যাফেও চালু করলো ইমন ।   ক্যাফেতে চা , কফি ও সরবতের সঙ্গে থাকছ ে মুড়ি , চপ , তেলেভাজা , ঘুগনি ইত্যাদি নানা ধরণের বাঙালি জলখাবার। সঙ্গে থাকছে ছোট্ট একটি পাঠাগার। সকলকে বাংলা বই পড়ায় উৎসাহ দিতেই তাঁদের এই প্রয়াস বলে জানালেন দেশীয় - র সহ প্রতিষ্ঠাতা সৌমি মিত্র । ইমনের এই নতুন বিপণি রয়েছে অভিষিক্তা মোড় থেকে দু ' পা দূরেই । ইমন মূলত মহিলাদের   দ্বারা পরিচালিত একটি   সংস্থা । কুটির শিল্প , পোষাক ইত্যাদি নিয়ে এদের কাজ । বিশেষ   আলোক পাত রয়েছে   গামছা দিয়ে বানানো   পোষাক ও ব্যাবহার   সামগ্রী । পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মেয়েদের   স্বাবলম্বী করে তুলছে ইমন । এদের তৈরি পোষাক ভারতের বাইরে বি

অর্থনীতি নির্ভর করে উৎপাদনের ওপর।

Image
  নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা , ২৭ সেপ্টেম্বর,২০২২ মঙ্গলবার , স্প্রিং ক্লাবে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিশেষজ্ঞরা নতুন নতুন উদ্ভাবনের কথা জানান। গুরুত্বপূর্ণ। উৎপাদন পদ্ধতিতে প্রতিনিয়ত নতুন নতুন ধারণার উদ্ভাবন এবং তার প্রয়োগের প্রয়োজন। অর্থনীতি নির্ভর করে উৎপাদনের ওপর। তাই উৎপাদনের ক্ষেত্রটি  অত্যন্ত বিশেষজ্ঞদের আলোচনা ও মতামত উৎপাদন ক্ষেত্রের উন্নতি করতে পারে। সেই সঙ্গে তাঁদের মতামত ব্যক্ত করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।  এই লক্ষ্যে " উন্নত উৎপাদন উদ্ভাবন ধারণা ও প্রয়োগ " শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে নোভা রিয়্যালটাইম সলিউশন। আলোচনায় অংশ নিয়েছিলেন অভীক গুপ্তা , বিজয় গুপ্তা , আনমোল সিং , আস্থা জালান , রুবি ওরাঞ্জ , নোভা রিয়্যালটাইম সলিউশনের দুই প্রতিষ্ঠাতা সুনীল গোয়েঙ্কা ও সঞ্জয় কুমার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক ঋত্বিক মুখার্জি।

একক ছায়াচিত্র প্রদর্শনী হয়ে গেলো

Image
  নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা , (২৭ সেপ্টেম্বর ' ২০২২) জাদুকর পি সি সরকার (জুনিয়র) , জয়শ্রী সরকার , মানেকা সরকার , মৌবনী সরকার , মমতাজ সরকার , পাঞ্চালী মুন্সি ,   অভিনেত্রী সোনালী চৌধুরী -এর মতো বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে আজ থেকে কোলকাতার ' একাডেমি অব ফাইন আর্টস '- এর সাউথ গ্যালারি ( South Gallery, Academy of Fine Arts, Kolkata)  তে শুরু হল আলোকচিত্রী অনুপম হালদার  এর একক ছায়াচিত্র প্রদর্শনী ( Solo Photographs Exhibition) । প্রদর্শনী কক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে অনুপম হালদার জানান , আমি বিভিন্ন জায়গায় , বিভিন্ন গ্রুপে চিত্র প্রদর্শনী করেছি। একসাথে পথ চলা আনন্দটা আলাদা।  দর্শকরা চিত্র প্রদর্শনের  সেই ছবিটা নেবার জন্য। তারা  আমাকে অনুরোধ করছে বিভিন্ন জায়গা থেকে যেমন বাংলাদেশ দুবাই এবং অন্যান্য জায়গা থেকে। সেদিন থেকে আমি চিন্তা করলাম আমি একক চিত্র প্রদর্শন করবো। এই প্রথম একক চিত্র প্রদর্শনী করেছি। " প্রকৃতি , নারী , ভ্রমণ ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে প্রদর্শনীর দুটো কক্ষে সর্বমোট ৭৫ টা আলোকচিত্র স্থান পেয়েছে।   ২৭/০৯/২০২২ থেকে ৩০/০৯/২০২২ তারি

চণ্ডী পাঠের মাধ্যমে পুজোর মন্ডপের উদ্ভোধন হলো

Image
  নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা , চলতি বছরের দুর্গোৎসবের সূচনা করলো শিমুলিয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি। বুধবার তাদের চণ্ডী পাঠের মাধ্যমে পুজোর মন্ডপের উদ্ভোধন   হলো।  উদ্ভোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , স্বামী অন্তরলোকা নন্দ , ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মীনাক্ষী গুপ্তা , সভাপতি রাজকিশোর গুপ্ত , সম্পাদক বিমলেন্দু ভট্টাচার্য , সহ সভাপতি সোমনাথ সরকার প্রমুখ। এবার তাদের ৮৬ তম বর্ষ।  এবারের থিম ' সাজানো রথ ' । দুর্গোৎসব কমিটির তরফ থেকে জানানো হয়েছে কুলো , দর্মা , বাঁশ দিয়ে তৈরি হয়েছে এবারের মণ্ডপ । থিম মেকার অভিজিৎ নন্দী , প্রতিমা শিল্পী পিন্টু হাজরা।