অর্থনীতি নির্ভর করে উৎপাদনের ওপর।

 

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা, ২৭ সেপ্টেম্বর,২০২২ মঙ্গলবার , স্প্রিং ক্লাবে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিশেষজ্ঞরা নতুন নতুন উদ্ভাবনের কথা জানান। গুরুত্বপূর্ণ। উৎপাদন পদ্ধতিতে প্রতিনিয়ত নতুন নতুন ধারণার উদ্ভাবন এবং তার প্রয়োগের প্রয়োজন। অর্থনীতি নির্ভর করে উৎপাদনের ওপর।

তাই উৎপাদনের ক্ষেত্রটি  অত্যন্ত বিশেষজ্ঞদের আলোচনা ও মতামত উৎপাদন ক্ষেত্রের উন্নতি করতে পারে। সেই সঙ্গে তাঁদের মতামত ব্যক্ত করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।  এই লক্ষ্যে " উন্নত উৎপাদন উদ্ভাবন ধারণা ও প্রয়োগ " শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে নোভা রিয়্যালটাইম সলিউশন। আলোচনায় অংশ নিয়েছিলেন অভীক গুপ্তা, বিজয় গুপ্তা, আনমোল সিং , আস্থা জালান, রুবি ওরাঞ্জ, নোভা রিয়্যালটাইম সলিউশনের দুই প্রতিষ্ঠাতা সুনীল গোয়েঙ্কা ও সঞ্জয় কুমার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক ঋত্বিক মুখার্জি।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....