Posts

Showing posts from September, 2022

ফাটাকেষ্ট কালীপুজোর খুঁটিপুজো

Image
নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা, ২৬ সেপ্টেম্বর ২০২২, সোমবার- 'সীতারাম ঘোষ স্ট্রিট' এর 'নব যুবক সংঘ' যা ফাটাকেষ্টর কালীপুজো নামে পরিচিত তাদের কালীপুজোর  খুঁটিপুজো সম্পন্ন করল রবিবার মহালয়ার দিনে । উপস্থিত ছিলেন  সঞ্জয় বক্সি, কোলকাতা পৌরনিগম এর ৪০ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সুপর্ণা দত্ত প্রমুখ।  প্রবন্ধ রায় ওরফে ফ্যান্টা  জানান, "এই বছর আমাদের পুজো ৬৫ তম বর্ষে পদার্পণ করল। আধুনিকতার ছোঁয়ার বদলে সম্পূর্ণ সাবেকি রীতি রেওয়াজ মেনে এখানে পুজো সম্পন্ন হয়। এই বছর ১২ অক্টোবর মায়ের মূর্তি উন্মোচিত হবে। পুজোর পরে ৫ হাজার মানুষের হাতে বস্ত্র ও প্রসাদ  তুলে দেওয়া  হবে।" 

মহালয়ার পুণ্য তিথিতে

Image
  নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা,  কোলকাতা (২৫ সেপ্টেম্বর '২২):- মহালয়ার পুণ্য তিথিতে প্রয়াত সায়ন্তনী অধিকারী-র স্মরণে শতাধিক অন্ধ ব্যক্তির হাতে পুজোর নতুন পোশাক, উপাদেয় খাদ্য ও জুতো তুলে দিল 'সায়ন্তনী অধিকারী ফাউণ্ডেশন'।   ' রামকৃষ্ণ মন্দির বীরশিবপুর'-এর আয়োজনে কোলকাতার হেদুয়া পার্কে 'কোলকাতা পৌরনিগম'-এর ২৭ নম্বর ওয়ার্ডের পৌরমাতা মীনাক্ষী গুপ্তা এবং 'হোলি চাইল্ড ইন্সটিটিউট'-এর অধ্যক্ষা সিস্টার রোশনী সহ একাধিক বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। বলে রাখা ভালো 'করোনা অতিমারী'-র সময় ২৯ জুলাই ২০২০ সায়ন্তনী অধিকারী মাত্র ২৩ বছর বয়সে না ফেরার দেশে চলে যায়। অনুষ্ঠান চলাকালীন সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে, সায়ন্তনী-র বাবা তথা 'সায়ন্তনী অধিকারী ফাউণ্ডেশন'-এর সভাপতি বিদ্যুৎবরণ অধিকারী জানান, "মেয়ের স্মৃতিকে অমর করে রাখার জন্যে আমাদের এই প্রয়াস। "অপরদিকে সায়ন্তনী-র মা তথা ফাউণ্ডেশন-এর সহাধ্যক্ষা সুদক্ষিণা অধিকারী অশ্রুসিক্ত নয়নে জানিয়েছেন, "রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ১০০ জন অন্ধ ব্যক্তি সহ আরো ২০ জনের হাতে আজ পুজ

পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে

Image
নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা,  পন্ডিত দীনদয়াল উপাধ্যায় জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে গলিগ্রাম,বর্ধমানে একটি বৃক্ষ রোপন ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল।সারাদিন ব্যাপী এই অনুষ্ঠানে গ্রামের প্রায় ৩৫০ থেকে ৪০০ মানুষকে বস্ত্র বিতরণ করা হয়।পূজো প্রাক্কালে এই উপহার পেয়ে গ্রামের প্রতিটি ব্যক্তি খুব খুশি।তারা সবাই মিলে এই অনুষ্ঠানে যোগ দেন এবং খুব আনন্দের সাথে হাতে তুলে নেন এই উপহার সামগ্রী।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাবনা শর্মা,(সংগঠন মন্ত্রী),শ্রী তুলসীদাস মিশ্র,(রাষ্ট্রীয় মন্ত্রী), কিরণ শর্মা,(বেঙ্গল মহিলা প্রদেশ অধ্যক্ষ) এছাড়াও অনেক বিশিষ্ঠ ব্যাক্তিরা।সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিল পন্ডিত দিনদয়াল উপাধ্যায় বিচার সংঘ(ভারত)

দুঃস্থ অসহায় মানুষের পাশে অভিনেত্রী মধুমিতা সরকার

Image
নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা,  পিতৃপক্ষের অবসানে ও দেবীপক্ষের সূচনায় , মহালয়ার সকালে অভিনেত্রী মধুমিতা সরকার পৌঁছে গিয়েছিলেন উত্তর কলকাতার নিমতলায় , ভূতনাথ মন্দির প্রাঙ্গণে। সেখানে তিনি উপস্থিত দুঃস্থ মানুষদের হাতে তুলে দিলেন খাদ্য সামগ্ৰী। শারদীয়ার প্রাক্কালে মা দুর্গার আগমনের সুর যেন বেজে উঠলো এই মানুষগুলোর এক চিলতে হাসিতে। অসহায় মানুষগুলোর মুখের হাসিতেই মধুমিতা পান পুজোর আনন্দ। তাঁর মতোই , এই আনন্দে সামিল হতে দঃস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলকে আহ্বান জানান মধুমি

আমরা নারী, আমরাই পারি, আমরাই দশভূজা

Image
  নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা , ১৯/সেপ্তেম্বের/২০২২, সোমবার, সম্প্রতি কলাভৃৎ মঞ্চে "বিজয়িনী র           সাতকাহন" নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন সমাজের                   বিভিন্ন পেশার সাথে যুক্ত বিজয়িনী রা।                                                                                                                 বিজয়িনী সাতকাহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা মিউনিসিপালিটি কর্পোরেশন কাউন্সিলর  সুদর্শনী    মুখার্জি , ৬৮ নাম্বার ওয়ার্ডের , তাকে উত্তরীয় ও গিফট দিয়ে সম্বর্ধনা জানানো হয়। এই অনুষ্ঠানের বিষয় ছিল আগমণী , স্বাধীনতার ৭৫ বছর পূর্তি ও বর্ষা উৎসব।  অংশগ্রহণ করেন এক ঝাঁক শিল্পী বৃন্দ।  অনুষ্ঠান প্রসঙ্গে প্রখ্যাত সঙ্গীত শিল্পী লাজবন্তী রায় ও অন্যতম উদ্যোক্তা পাপিয়া রাও। আমরা নারী আমরাই পারি, আমরা দশভূজা আমাদের বিজয়িনী সবার চিন্তা ভাবনা একই রকম। সেই চিন্তা ভাবনা করে বিজয়িনী সাতকাহন নামটা দেওয়া। সাতজন মিলে এই বিজয়িনী। আমরা সাত জন নারী সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে উঠে আসা বলতে পারেন। যেমন গায়ক ফ্যাশন ডিজাইনার লেখক নৃত্যশিল্পী শ্রুতি নাট

এই বছর প্রথম শারদ সেরা শিরোপা ২০২২ নিয়ে.....

Image
নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা, ফ্রেন্ডস মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড এবং ইনার আই উদ্যোগ নিল কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের সেরা পুজোকে পুরস্কৃত করার জন্য। এই বছর প্রথম শারদ   সেরা শিরোপা ২০২২ নিয়ে আসলো।  ২১/০৯/২০২২,বুধবার , কলকাতা প্রেস ক্লাবে শারদ সেরা শিরোপা ২০২২ এর পোস্টার উদ্বোধন করা হলো । সাংবাদিক সম্মেলন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন, সংগীত জগতের নামকরা ব্যক্তিত্ব মল্লার ঘোষ, প্রযোজক রাজিব গোলচা, বিভেলের অপারেশন হেড সুরজিৎ সরকার এবং ম্যানেজার চৈতালি দাস, লেখক এবং সমাজ কর্মী অনির্বাণ মিত্র, ইনার আই এর ম্যানেজিং ডিরেক্টর স্বস্তিকা রায়, ফ্রেন্ডস মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর জে এম নাথ এবং শুভজিৎ বোস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কুনাল সাহা। আয়োজকদের তরফ থেকে জানা গেছে কলকাতা এবং পার্শ্ববর্তী প্রায় একশটা পূজো নিয়ে তারা এই প্রতিযোগিতা করছে। এই প্রতিযোগিতার কোন প্রবেশ মূল্য নেই। এই ১০০ টা পূজো থেকে প্রাথমিক পর্যায়ে  ত্রিশটি এবং সেখান থেকে দশটি সেরা পূজা প্যান্ডেল কে বেছে নেবে তারা। ব্যানারগুলি গুলি প্রদর্শিত হবে শহরের বিভিন্ন পূজা মন্ডপে।

অমৃত কলা মহোৎসব

Image
  নিজস্ব প্রতিনিধিঃ স্বাধীনতার পঁচাত্তর বছরে আজাদী কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসেবে ইন্টারন্যাশনাল আর্টস্ অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন , ব্যাঙ্গালোর , আয়োজন করছে 'অমৃত কলা মহোৎসব।' শাস্ত্রীয় নৃত্যের মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের শিল্পের মধ্যে সংযোগ সাধন ও বিকাশের লক্ষ্যে , দেশের বিভিন্ন প্রান্তে এই উৎসবের আয়োজন করা হয়েছে।  আগরতলা ও গৌহাটির পর কলকাতায় হয়ে গেল এই মহোৎসব। ১৮ সেপ্টেম্বর,২০২২  রবিবার , ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক ও ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস - আইসিসিআর এর যৌথ উদ্যোগে আয়োজিত এই মহোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সংস্কার ভারতী , কলকাতার কেন্দ্রীয় কমিটির সম্পাদক নীলাঞ্জনা রায় , আইসিসিআর এর আঞ্চলিক কার্যালয় , পূর্ব - এর প্রধান এবং অধিকর্তা মীনাক্ষি মিশ্র এবং আইসিসিআর আঞ্চলিক কার্যালয়ের প্রোগ্ৰাম অধিকর্তা আর পার্থিবন , ইন্টার ন্যাশনাল আর্টস ও কালচারাল ফাউন্ডেশনের অধিকর্তা শ্রীবৎস সান্ডিল্য , সঞ্চিতা ডান্স ফাউন্ডেশনের কর্ণধার সঞ্চিতা ভট্টাচার্য প্রমুখ।  এই অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের দ্বিতীয় থেকে পঞ্চম স্তবক ওড়িশি , কত্থক , কুচিপুড়

কলকাতা পুলিশের একটি নতুন প্রকল্প "নেবারহুড ওয়াচ"

Image
  নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা, ০৭/০৯/২০২২ তারিখ , বুধবার- সান্ধ্যা ০৬.০০ টায়, বেহালা থানায়ে কলকাতা পুলিশ "নেবারহুড ওয়াচ" নামে একটি নতুন প্রকল্প চালু হল , যাতে স্থানীয় ইচ্ছুক যুবকদেরকে জড়িত করে অপরাধ মুক্ত প্রতিবেশী করতে এবং সামাজিক সুরক্ষার বোধ দেওয়ার একটি দৃষ্টিভঙ্গি সহ ভাল খ্যাতি রয়েছে।  বাসিন্দাদের এই পাইলট প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান Ld. কলকাতার পুলিশ কমিশনার এই কর্মসূচির উদ্বোধন করার জন্য সদয় সম্মতি দিয়েছেন। এই অনুষ্ঠানে উপাস্থিত ছিলেন, কলকাতা পুলিশের CP, Addl CP 1 এবং Jt CP AP DC SWD, বেহালা বিভাগের ৬টা থানার ৬জন OC, কলকাতা পুলিশের সহযোগিতায় এবার চালু হলো "নেবারহুড ওয়াচ" ।   আমরা সাবাই ছোট বেলা দেখেছি পাড়ায় পাড়ায় নাইট গার্ড দেওয়া হতো কিন্তু তখন যারা নাইট গার্ড দিতেন তাদের সাথে কোন থানার পুলিশ থাকতেন না। কিন্তু এই "নেবারহুড ওয়াচ" এর সাথে এলাকার থানার অফিসার থাকবেন।  এই "নেবারহুড ওয়াচ" মোট ২০ জন আছেন, ৫টি টিমে ভাগ করা হয়েছে, একটা টিম ৪ জন করে আছে, "নেবারহুড ওয়াচ" ডিউটি করবে রাত ১২ টা থেকে ভোর ৪ টে পর্যন্ত। যেখানে

নাবালিকা মেয়েদের ছবি দিয়ে পর্ণগ্রাফি

Image
 নিজস্ব প্রতিনিধি, কলকাতা- স্বেচ্চাসেবী সংস্থার আড়ালে কখনো লালবাজারের আধিকারিকদের নাম করে কখনো নবান্নের নাম করে কয়েক দফায় প্রায় ২৫ লক্ষ টাকা প্রতারনার অভিযোগে গ্রেপ্তার এক। লিখিত অভিযোগের ভিত্তিতে শনিবার লালবাজারের গুন্ডা দমন শাখার আধিকারিকেরা গ্রেপ্তার করে অভিযুক্ত সঞ্জয় সুরেখাকে। ধৃতকে আজ ব্যাঙ্কশাল কোর্টে তোলা হলে বিচারক দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। উল্লেখ্য রাজারহাটের বাসিন্দা রাজীব চৌধুরীর থেকে লালবাজার ও নবান্নের নাম করে কয়েক দফায়   আনুমানিক প্রায় ২৫ লক্ষ টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত সঞ্জয় সুরেখা। অভিযোগকারী রাজীব চৌধুরি ঘটনা সম্পর্কে লালবাজার গুন্ডা দমন শাখার জয়েন্ট কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেন, পাশাপাশি ঘটনার বিবরন জানিয়ে হেয়ার স্ট্রীট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এদিন কোর্টে দাঁড়িয়ে রাজীব চৌধুরি অভিযোগ করে বলেন, বিগত দিনে আমার বিরুদ্ধে ওঠা ভূয়ো মামলা থেকে আইনী পরামর্শ ও মামলার নাম করে কখনো লালবাজারের আধিকারিকের নাম করে তো কখনো নবান্নের আধিকারিকদের নাম করে কয়েক দফায় নগত ও ব্যাঙ্ক মারফত প্রায় ২৫লক্ষ টাকা আমার ও আমার মায়ের কাছ থেকে হাতিয়ে নেয় সঞ্জয় সুরেখা। এছাড়াও সঞ্জয়

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....

Image
  নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা,  সারা পশ্চিম বঙ্গ জুড়ে ৩০/০৮/২০২২ সকল সরকারী কমকারী প্রভূত আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। সারা ভারত বর্ষের প্রায়ে সব রাজ্যে AICPI অনুযায়ী কমচারীদের D A প্রদান করা হয়। কোন এক অদ্ভুত কারণে সরকারী কর্মচারীদের হাজারো,     পশ্চিমবঙ্গ সরকারী কর্মচারীদের হাজারো, নিবেদন ও দাবী সস্তেও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মচারীদের  মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত করতে বদ্ধপরিকর।  বর্তমান রাজ্য সরকার এই বিষয়ে বারবার আদালতে পযূদ্স্ত হয়েছে। মহামান আদালত রায় দিয়েছেন মহার্ঘ ভাতা বা Dearness Allowance কমরীদের ন্যায্য অধিকার।  এত দ সত্বেও, রাজ্য সরকার তার কমচারীদের মহার্ঘ ভাতা দিতে রাজি নয়।   পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন সরকারী কর্মচারী সংগঠন মহার্ঘ ভাতার দা বী তে বিভিন্ন প্রকার বিক্ষোভ পদর্শন করছে। পশ্চিমবঙ্গ  জুড়ে দু ঘণ্টার জন্য কর্ম বিরতির ডাক দেওয়া হয়ে ছিল, নানা সরকারী কর্মচারী সংগঠনের উদ্যোগে । সিটি সেশনস কোট, কলকাতা'র কর্মচারী রা সকলেই এই বিক্ষোভ আন্দোলনকে সমন করে ন। ৩০/০৮/২০২২ দিনটি কালো ব্যাজ ধারণ করে দিনের কাজ করেছে। দিনের কাজের শেষে একটি শান্তিপূর্ণ