আমরা নারী, আমরাই পারি, আমরাই দশভূজা

 

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা, ১৯/সেপ্তেম্বের/২০২২, সোমবার, সম্প্রতি কলাভৃৎ মঞ্চে "বিজয়িনী র           সাতকাহন" নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন সমাজের                   বিভিন্ন পেশার সাথে যুক্ত বিজয়িনী রা।                                                                                                          
 
   
বিজয়িনী সাতকাহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা মিউনিসিপালিটি কর্পোরেশন কাউন্সিলর  সুদর্শনী    মুখার্জি, ৬৮ নাম্বার ওয়ার্ডের, তাকে উত্তরীয় ও গিফট দিয়ে সম্বর্ধনা জানানো হয়। এই অনুষ্ঠানের বিষয় ছিল আগমণী, স্বাধীনতার ৭৫ বছর পূর্তি ও বর্ষা উৎসব। 
অংশগ্রহণ করেন এক ঝাঁক শিল্পী বৃন্দ। অনুষ্ঠান প্রসঙ্গে প্রখ্যাত সঙ্গীত শিল্পী লাজবন্তী রায় ও অন্যতম উদ্যোক্তা পাপিয়া রাও।
আমরা নারী আমরাই পারি, আমরা দশভূজা আমাদের বিজয়িনী সবার চিন্তা ভাবনা একই রকম। সেই চিন্তা ভাবনা করে বিজয়িনী সাতকাহন নামটা দেওয়া। সাতজন মিলে এই বিজয়িনী।
আমরা সাত জন নারী সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে উঠে আসা বলতে পারেন। যেমন গায়ক ফ্যাশন ডিজাইনার লেখক নৃত্যশিল্পী শ্রুতি নাটক বিভিন্ন জায়গা থেকে উঠে আসা প্রতিষ্ঠিত নারীরা। 
আমাদের পাশে থাকুন সঙ্গে থাকুন, আগাম সবাইকে বিজয়িনী সাতকাহন পক্ষ থেকে জানাই দুর্গাপুজোর শারদীয়া শুভেচ্ছা।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....