মমতাই আমার দলনেত্রী এমনই শোনা গেলো হুমায়ুন কবিরের মুখে

 

বেবি চক্রবর্ত্তী :কলকাতা :- শোকজ পেয়ে নিরাপত্তাতেও কাটছাঁট হয়েছে। এমনকী ভরা বিধানসভায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ধমকও খেয়েছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। এবার মুখ খুললেন তিনি। এতদিন ধরে প্রকাশ্যে যা বলেছেন তার জন্য ক্ষমা চাইলেন হুমায়ুন। একইসঙ্গে তাঁর দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে কোনওদিনই প্রশ্ন তোলেননি।বরং মুখ্যমন্ত্রী যেভাবে বিধায়কদের সঙ্গে বৈঠকে সবটা তুলে ধরেছেন তাতে খুশি হুমায়ুন। হুমায়ুন কবির দাবি তুলেছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশমন্ত্রী করার। সেখান থেকেই শুরু হয় বিতর্ক। এরপর আক্রমণ করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে। অভিযোগ ছিল, তিনি যেখানকার বিধায়ক, সেখানে অভিযোগ জানানোর জন্য কাউকে পাওয়া যায় না। এরপর গতকাল তৃণমূলের সব বিধায়কদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি বুঝিয়ে দেন দল তিনি এবং সুব্রত বক্সী দেখবেন। সেই প্রসঙ্গে মন্তব্য করেন হুমায়ুন। বলেন, “মুখ্যমন্ত্রী সুন্দরভাবে গাইড করেছেন। সবাইকে একই পরিবারের সদস্য বলেছেন। এটা ভাল লাগছে। এবার একদম উল্টো সুরে কথা বললেন তিনি। বললেন,মমতা আমাদের দলের সর্বোচ্চ নেত্রী।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....