৩০ তম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল

দেবাঞ্জানঃ  ২ ডিসেম্বর : শুরু হতে চলেছে ৩০ তম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল। আগামী ৪ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত কলকাতা শহর জুড়ে বিভিন্ন প্রেক্ষাগৃহে এই উৎসব চলবে।

 নন্দন ১ ২ ৩, শিশির মঞ্চ, রবীন্দ্র সদন,  নজরুল তীর্থ সহ মোট কুড়িটি প্রেক্ষাগৃহে এই উৎসবে মনোনীত ছবিগুলি দেখানো হবে। 

২৪৫৯ টি ছবি এই ৩০ তম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে জমা পড়েছিল। তার মধ্যে ৪২ টি ফিচার এবং ৩০ টি শর্ট এবং ডকুমেন্টারি কম্পিটিশন ক্যাটেগরিতে মনোনীত হয়েছে।  নন কম্পিটিশন ক্যাটাগরীতে রয়েছে ১০৩ টি ছবি। সারা বিশ্ব থেকে ২৯ টি দেশ থেকে ছবি এসেছে এবার। সব মিলিয়ে ১৭৫ টি ছবি দেখানো হবে এই ৩০ তম কলকাতা আন্তর্জাতিক ফেস্টিভেল এ। 

৪ ডিসেম্বর কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে এবারের ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন হবে। উদ্বোধনী ছবি দেখানো হবে তপন সিংহের নির্দেশনায় রবি ঘোষ অভিনীত গল্প হলেও সত্যি। 

এবারের ফিল্ম ফেস্টিভ্যালে ফোকাস দেশ হলো ফ্রান্স। সেখানকার একুশটি ছবি দেখানো হচ্ছে।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....