‘মহাভারত’থেকে সংগৃহীত

 


নিজস্ব সংবাদ দাতাঃ কলকাতা, সোমবার, ২২ মে, ২০২৩’ জ্ঞানমঞ্চে কোহিনুর ড্যান্স একাডেমী উদ্যগে রসভারতম বিষয় ভাবনা ভারতীয় নাট্য পরম্পরার নয়টি রস সর্বজনবিদিত হয়। শৃঙ্গার, হাস্য, করুণ, রৌদ্র, বীর, ভয়ানক, বিভৎস, অদ্ভূত ও শান্ত। এই নয়টি রসের অভিব্যক্তি হয় বিভাব, অনুভব এবং ভাবের সঙ্গে স্থায়ীভাবের মিলনে। ‘রসভারতম’– নৃত্যনাট্যে সেই নবরসের অভিব্যক্তির প্রয়াস করা হয়েছে ‘মহাভারত’থেকে সংগৃহীত নয়টি বিষয়কে অবলম্বন করে। প্রতিটি রস বর্ণনায় আলাদা আলাদা রাগ –রাগিনীরও প্রয়োগ করা হয়েছে। 

নৃত্যকল্প ও সামগ্রিক পরিচালনা : গুরু কোহিনূর সেন বরাট

ভাবনা ও রচনা : পোখরাজ চক্রবর্তী

সহযোগী নৃত্যপরিচালক : দ্রাবীণ চ্যাটার্জ্জী

সহকারী নৃত্যপরিচালনা : উজ্জ্বল অধিকারী

পোষাক পরিকল্পনা : : দ্রাবীণ চ্যাটার্জ্জী ও বিশ্ব

প্রযোজনা নিয়ন্ত্রক : সুজয় ঠাকুর ও পিউ পিয়ালী বোস

অনুসঙ্গ সরঞ্জাম : রঙ্গন পাপাই

বিশেষ নৃত্যশিল্পী : প্রলয় সরকার ও রাকেশ বিশ্বাস

আলোক প্রক্ষেপণ পরিকল্পনা : দীনেশ পোদ্দার

শব্দ প্রক্ষেপণ : সঞ্জীব ঘোষ

নেপথ্য কন্ঠশিল্পী : তাপস রায়, পোখরাজ চক্রবর্তী, পিয়ালী দাসগুপ্ত, পৌষালী সেন বরাট ও কোহিনূর সেন বরাট

সল্লুকাট্টু : শুভজিৎ দত্ত, বিশ্বপ্রতিম বোস ও কোহিনূর সেন বরাট

সঙ্গীতশিল্পী : জয়দীপ সিনহা, শুচিস্মিতা চক্রবর্তী ও পোখরাজ চক্রবর্তী

সঙ্গীত ও শব্দ পরিকল্পনা : অরূপ রতন মূখার্জ্জী, পোখরাজ চক্রবর্তী, জয়দীপ সিনহা, কৌস্তভ সেন বরাট

বাঁশি : মানব মূখার্জ্জী

সরোদ : কৌশিক মূখার্জ্জী

পারকাশন ও তালবাদ্য : অরূপ রতন মূখার্জ্জী

শব্দগ্রহণ, পরিকল্পনা, মিক্স এণ্ড মাস্টারিং : স্টুডিও এস্থেটিক্স (কৌস্তভ সেন বরাট)

বিশেষ কৃতজ্ঞতা : শ্রী কল্যান সেন বরাট ও শ্রীমতি জয়শ্রী দাস

 

 

 

 

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....