মাতৃদিবস ও মাতৃমাস উদযাপন মায়েদের "রত্নমাতৃকা" সম্মান
নিজস্ব সংবাদ দাতাঃ কোলকাতা, বুধবার, ২৪ মে, ২০২৩’ দক্ষিণ হাওড়া মুক্তধারা সংগঠন প্রতি বছরের ন্যায় এবছর ও জ্ঞান মন্ঞ্চ, আয়োজন করেছিল মাতৃদিবস ও মাতৃমাস উদযাপন মায়েদের "রত্নমাতৃকা" সম্মান প্রদান কারা হল । রাজ্যে প্রথমবার কবিগুরু রবীন্দ্রনাথের গানের সাথে বৃদ্ধাশ্রমের মায়েদের নিয়ে মন্ঞ্চে পা মেলাবেন সমাজের বিশিষ্ট ও সনামধন্য মানুষজন, যার মধ্যে আছেন (নাট্যকার ও অভিনেত্রী) ডলি বসু, (পুলিশ অফিসার) শান্তি দাস, (নৃত্যশিল্পী )মালবিকা সেন,রাজদ্বীপ সরকার (অভিনেতা),মহাশ্বেতা মুখোপাধ্যায়ের (সমাজবন্ধু),অপরাজিতা মুখার্জি (যৌনকর্মী ),অমিতা সিং (বিশিষ্টসমাজসেবী), ডঃ অযনবসু রেডিও অঙ্কোলজিক, (HCG eko cancer centre Hospital), সাগরিকা চ্যাটাজি (অধ্যাপিকা) একাধিক ব্যক্তিত্ব নাট্যকার অভিনেত্রী মন্ঞ্চে প্রধান অতিথি হিসাবে ছিলেন মাননীয় বিধায়ক শ্রী মদন মিত্র মহাশয় যিনি ও মন্ঞ্চে পা মেলাবেন বৃদ্ধাশ্রমের মা একের পর এক বারে বারে দেখা যাচ্ছে বৈচিত্র্যময় রাজনৈতিক নেতা মদন মিত্র। কখনো গায়ক কখনো বিতর্কিত কখনো ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা দিয়েছে মদন মিত্রের কার্যাবলী।
Comments
Post a Comment