বইওয়ালা প্রকাশনীর বই প্রকাশ


নিজস্ব সংবাদ দাতাঃ শনিবার, ২২ মে, ২০২৩’ কলকাতা কলেজস্কোয়ার :- অভিযান বুক ক্যাফেতে মোড়ক উন্মোচন হলো দুটি বইয়ের। বাদল সরকারের সাক্ষাৎকার, 'একটা স্ফুলিঙ্গ দরকার' আর চণ্ডী মুখোপাধ্যায়ের থ্রিলার, 'বেলেডোনার গন্ধ'।

বইওয়ালা প্রকাশন থেকে প্রকাশিত এই বই দুটির মোড়ক উন্মোচন করলেন সৈয়দ কওসর জামাল, চৈতালী চট্টোপাধ্যায়, সংহিতা বন্দ্যোপাধ্যায় এবং পার্থ মুখোপাধ্যায়। অনুষ্ঠানে মুক্তগদ্য পাঠ করলেন সহেলি সেনগুপ্ত, কবিতা পাঠ করলেন শ্রাবণী বাগচী তাঁর বৈরাগী কাব্যগ্রন্থ থেকে। 

কবিতা পাঠ করলেন দীপঙ্কর সেন, সূর্যতপা, অমৃতা চট্টোপাধ্যায়, রাজশ্রী বন্দ্যোপাধ্যায়, বেবী চক্রবর্তী, বাংলাদেশের আর কে ববি, শিশির দাশগুপ্ত, চন্দ্রিকা বন্দ্যোপাধ্যায়, রানু রায়, সুদীপ্তা রায়চৌধুরী মুখার্জি। আবৃত্তি পরিবেশন করলেন বিপাশা সেনগুপ্ত। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করলেন সুগত মজুমদার।

এছাড়াও উপস্থিত ছিলেন অরুন চট্টোপাধ্যায়, সিদ্ধার্থ সেন, অনিন্দিতা ঘোষ, সব্যসাচী সেন, সুতপন চট্টোপাধ্যায়, ঋভু চট্টোপাধ্যায়, বাবলা চক্রবর্তী। বই দুটি নিয়ে আলোচনা করেন চণ্ডী মুখোপাধ্যায় এবং কওসর জামাল। অনুষ্ঠান শেষ হয় চৈতালী চট্টোপাধ্যায়ের গানে। 

বইওয়ালা প্রকাশনের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান সৌম্য মুখোপাধ্যায়.

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....