প্রতিবাদ মিছিল
সাম্প্রতিককালে মুর্শিদাবাদ, বেলডাঙ্গায় খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর যে ধরনের আক্রমণের মত ঘটনা ঘটেছে। পুলিশ এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে গতকাল এক প্রতিবাদ মিছিল আয়োজিত হলো ব্যারাকপুরে। মূলত ব্যারাকপুর মহাকুমার সমস্ত সংবাদমাধ্যমের সংবাদ প্রতিনিধিদের তরফ থেকে আয়োজিত হয় এই প্রতিবাদ মিছিল। এই ঘটনা নতুন নয়, এর আগেও অনেকবার ঘটেছে, বিশেষ করে যেকোন ইলেকশনের সময় । গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর এই হামলা হলে আগামী দিনে হলে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও সরব হন সাংবাদিকরা। এই প্রতিবাদ মিছিল ব্যারাকপুর রেলস্টেশনের সামনে থেকে শুরু করে শেষ হয় ব্যারাকপুর চিড়িয়া মোড়ে।
Comments
Post a Comment