মন্মথপুরে বাবা সঙ্ঘেশ্বরজীর মাথায় জল ঢালতে ভক্তদের উপচে পড়া ভিড়

শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে কাকদ্বীপের মন্মথপুরে বাবা সঙ্ঘেশ্বরজী মন্দিরে শিবলিঙ্গে জল ঢালার জন্যে  আজ সোমবার ভোর থেকেই ছিল ভক্তদের দীর্ঘ লাইন।

শিবাবতার আচার্য্য শ্রীমৎ প্রণবানন্দজী মহারাজের দিব্যলীলা ভাবনা থেকে প্রতিষ্ঠিত এই শিবমন্দিরটি ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরের উদ্যোগে গড়ে উঠেছে। কালনাগিনী নদীর তীরে, কাকদ্বীপ থেকে মাত্র সাত কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির ধীরে ধীরে ভক্তদের কাছে স্থানীয় তারকেশ্বরের মর্যাদা পাচ্ছে।

এদিনে ভক্তদের মনোস্কামনা পূরণের উদ্দেশ্যে আয়োজন করা হয় মহা রুদ্রাভিষেক ও শিবযজ্ঞের। মন্দির প্রাঙ্গণে সকাল থেকেই ধ্বনিত হয় মন্ত্রোচ্চারণ ও ঘণ্টাধ্বনি। একদিকে ভক্তদের জল নিবেদন, অন্যদিকে ধর্মীয় অনুষ্ঠানের পবিত্র পরিবেশ – দুয়ের সমন্বয়ে মন্মথপুরে আজ যেন এক ভক্তিময় মহোৎসবের চিত্র ফুটে ওঠে।

স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে দূর-দূরান্তের ভক্তরাও এই অনুষ্ঠানে অংশ নেন। আয়োজকরা জানান, এই ধরনের ধর্মীয় অনুষ্ঠান শুধু ভক্তদের আধ্যাত্মিক তৃপ্তিই দেয় না, বরং সমাজের ঐক্য ও কল্যাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়