নবান্ন অভিযানে উত্তাল ছাত্র সমাজ রক্তাক্ত একাধিক আন্দোলনকারী :-( আগামীকাল ১২ ঘন্টা বনধে্র ডাক বিজেপির)
বেবি চক্রবর্ত্তী:- একাধিকবার ছাত্র আন্দোলন রুখতে পুলিশের জলকামান এবং মারাত্মক টিয়ার গ্যাস। এই টিয়ার গ্যাস জ্বলছে চোখ আন্দোলনকারীদের।নবান্ন অভিযানে তুলকালাম ছাত্র আন্দোলন। নবান্ন অভিযানে রণক্ষেত্র হাওড়া - সাঁতরাগাছি। ছাত্র সমাজ। হাওড়া ব্রিজে ব্যারিকেড উপরে উঠিয়ে চলেছে প্রতিবাদ। পুলিশের লাঠিচার্জ। পুলিশ সাথে চলেছিল ধস্তাধস্তি ছাত্রদের । স্লোগান তুলে আবারও এগিয়ে চলল ছাত্র আন্দোলন পুলিশের জল কামান ছাত্র আন্দোলন রুখতে চলেছিল পুলিশের জল কামান। চলেছিল টিয়ার গ্যাস। পুলিশের ওপর চলেছিল ছাত্রদের ইট বৃষ্টি । ছাত্র আন্দোলন রুখতে পুলিশের লাঠিচার্জ। ব্যারিকেড ভেঙে। জাতীয় পতাকা হাতে অনড় ছাত্র আন্দোলন। ঢালাই করা ব্যারিকেড ভেঙে চলছিল ছাত্র আন্দোলন। ছাত্র আন্দোলনকারীদের ওপর চলেছিল কাঁদানো গ্রাস। এই আন্দোলন ভাঙতে পর পর টিয়ার গ্যাস। দফায় দফায় পুলিশের জল কামান কাঁদানে গ্রাস। ফোরশোর রোডে পুলিশ কে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি। মহিলাদের সুরক্ষা দিতে ব্যার্থ পুলিশ। হাওড়া ব্রিজে জমায়েত আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের দমানো যাচ্ছে না। সাঁতরাগাছি তে আন্দোলন রুখতে বাড়তি ফোর্স। সাঁতরাগাছি তে আন্দোলন রুখতে ছাত্র সমাজ এবং পুলিশের খন্ড যুদ্ধ। মারাত্মক টিয়ার গ্যাস জ্বলছে চোখ আন্দোলনকারী সহ সাংবাদিকদের। ছাত্র আন্দোলনে ফাটল চন্ডীতলা সি আই পুলিশের মাথা। তিলোত্তমার বিচার চেয়ে এগিয়ে চলল ছাত্র সমাজের আন্দোলন। এই আন্দোলন চলেছিল কলেজ স্কোয়ার থেকে নবান্ন। হাওড়ার পুলিশ কে মার আবার অন্যদিকে পুলিশ কে উদ্ধার করে আন্দোলনকারীরাই। নবান্ন অভিযানে ঠেকাতে অ্যাকশন মুডে পুলিশ। কৌশল বদলে মহিলা আন্দোলনকারীদের সামনে রেখেই বিক্ষোভ। হাওড়া ময়দানে পাল্টা লাঠিচার্জ পুলিশের। ফোরশোর রোডে বিশাল আর পি এফ। সাঁতরাগাছি - ময়দান - নবান্নের ফোরশোর রোড। নবান্ন অভিযানে উত্তাল পরিস্থিতি। মাটি কামড়ে পড়ে আছেন আন্দোলনকারীরা।
হাওড়া ময়দানের ছবিটা ঠিক ছিল ফোরশোর রোডে দফায় দফায় অশান্তি। ময়দানে লোহার কাঠামো ভাঙার চেষ্টা। হাতে হাওয়াই চটি মুখে স্লোগান। পুলিশের জল কামান উপেক্ষা করেই চলেছিল ছাত্র আন্দোলন। এই আন্দোলনকারীরা জামা খুলে মাথায় বেঁধে দফায় দফায় জল কামান এর জেরে ভিজে জামা নিংড়ে মাথায় বেঁধে করেছে ছাত্র আন্দোলন। যুদ্ধ ক্ষেত্রে হাওড়া ময়দান। এই হাওড়া ময়দানে মাথা ফাটল পুলিশের। নবান্নে কাছে ফোরশোর রোডে মহিলাদের অবস্থান বিক্ষোভ। একাধিক ছাত্রকে আটক করেছে পুলিশ সংখ্যা এখনও জানা যায়নি। মহাত্মা গান্ধী রোডে পুলিশের দিকে উড়ে আসে ইট। পুলিশি নিয়ন্ত্রণের বাইরে এই আন্দোলন কোন দলীয় পতাকা নয়, জাতীয় পতাকা হাতে বিক্ষোভ ছাত্র সমাজের আন্দোলনের ময়দান ছাড়তে নারাজ ছাত্র সমাজ। পুলিশের লাঠিচার্জে রক্তাক্ত একাধিক আন্দোলনকারী। এছাড়াও নবান্ন অভিযানে পুলিশি বর্বরতার অভিযোগ তুলে
আগামীকাল রাজ্য জুড়ে ১২ ঘন্টা বনধের ডাক বিজেপির। বিজেপির প্রস্তাবিত বনধ্ মানা হবে না জানিয়ে দিয়েছেন নবান্ন। পাশাপাশি খোলা থাকবে সবকিছু। আজ নবান্নে সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ মন্তব্য ' চক্রান্ত ভেস্তে গেছে বলে বনধে্ ডাক'। অন্যদিকে লালবাজারের সামনে বিক্ষোভ বিজেপির। নবান্ন অভিযান সামলাতে হিমশিম রাজ্য পুলিশ বাহিনী। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত বিক্ষোভকারীরা।
Comments
Post a Comment