হুগলিতে পথসভা ২১-শে জুলাইয়ের সমর্থনে সভায় উপস্থিত ছিলেন পৌরপ্রধান

বেবি চক্রবর্ত্তী: হুগলি:- হুগলি চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও ৬ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় চুঁচুড়ার বালির মোড়ে ২১-শে জুলাইয়ের সমর্থনে এক পথসভা অনুষ্ঠিত হলো।উপস্থিত ছিলেন পৌরপ্রধান অমিত রায়,যুব সভাপতি তন্ময় রায়,কাউন্সিলর ঝন্টু বিশ্বাস, জয়দেব অধিকারী, রিতা দত্ত সহ বিশিষ্ট ব্যাক্তি বর্গরা। পাশাপাশি এই সভা থেকে ২১ শে জুলাই বর্বরচরিত ঘটনা তুলে ধরা হয় এবং সিপিএমের আর্মাদ বাহিনীর অত্যাচারের ঘটনা বলেন। একই সাথে আগামী রবিবার ২১ জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ স্বরনে যাওয়ার অনুরোধ করেন অমিত রায়। পৌর প্রধান অমিত বলেন হুগলি জেলা থেকে রেকর্ড ব্যবধানে মানুষ এবার কলকাতা ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে শহিদ তর্পণে পৌঁছাবে। ঐদিন জেলা তথা শহরের বিভিন্ন ওয়ার্ডের পার্টি অফিস থেকে বিভিন্ন এলাকায় শহীদ স্মরণ পালন করে তারপর বিভিন্ন লোকাল স্টেশন থেকে নির্দিষ্ট সময় ট্রেন ধরে পৌঁছাবে কলকাতায়। জেলা সভাপতি অরিন্দম গুই বলেন সকলকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে কলকাতায় যেতে হবে। হাওড়া স্টেশন থেকে ছবি তুলে বাড়ি চলে এলে হবে না তার কারণ কলকাতা ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ে সকলকে ডেকেছে হাওড়া স্টেশনে নয়।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জীব মিত্র জানালেন। এবার ২১ শে জুলাই শহিদ স্মরণের দিকে তাকিয়ে রাজনৈতিক মহলের একাংশ।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....