অসামাজিক কার্যকলাপ

মনোজ দাসঃ কামারহাটি বিধানসভা কেন্দ্রের মধ্যে আড়িয়াদহ অঞ্চলে কিছুদিন ধরে অসামাজিক কার্যকলাপ বেড়ে যায় সাধারণ মানুষের উপরে অত্যাচার জুয়া বেআইনি মদ বিক্রি সাটা পুকুর বোঝানো এবং জয়ন্ত সিংহ আজ সংবাদের শিরোনামে উঠে এসেছে সে যেইভাবে মানুষের উপরে অত্যাচার করছে যেখানে বেআইনিভাবে তিন তালা বাড়ি নির্মাণ করছে।

জয়ন্ত সিংহের নতুন বাড়িতে সংবাদমাধ্যমের কর্মীরা খবর করতে গেলে তাদের উপরে আক্রমশানিত হয় সার্বিক বিষয় নিয়ে কামারহাটি বামফ্রন্ট এবং জাতীয় কংগ্রেস ও সি পি আই এম এল এর পক্ষ থেকে বেলঘারিয়া থানার ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করে তিনটে মিছিল আসে বেলঘড়িয়া থানায় একটি দল এরিয়া কমিটির অফিস থেকে ফিডার

রোড ধরে বিটি রোড হয়ে বেলঘড়িয়া থানায় একটি নীলগঞ্জ রোড ইন্ডিয়া পটারি সামনে থেকে মিছিল করে নীলগঞ্জ রোড বিটি রোড ধরে বেলঘড়িয়া থানার সামনে এসে সমবেত হয়। এবং আরেকটি মিছিল বেলঘড়িয়া উড়ালপুল থেকে শুরু হয়ে ফিডার রোড হয়ে নীলগঞ্জ রোড হয়ে বিটি রোড হয়ে বেলঘড়িয়া থানার সামনে এসে জমায়েত হয় এই বিক্ষোভ অবস্থায়

উপস্থিত ছিলেন সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য এবং প্রাক্তন বিধায়ক মানস মুখার্জি সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য সায়ন দ্বীপ মিত্র সিপিআইএম উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য ঝন্টু মজুমদার সিপিআইএম উত্তর জেলা কমিটি অন্যতম সদস্য প্রদীপ মজুমদার সিপিআইএম উত্তর জেলা কমিটির অন্যতম সদস্য কিশোর গাঙ্গুলী সিপিআইএম উত্তর ২৪ পরগনা জেলা কমিটির অন্যতম

 

দুই সদস্য শিব শংকর ঘোষ অতসী চক্রবর্তী সি পি আই এম লিবারেশন নবেন্দু দাশগুপ্ত জাতীয় কংগ্রেস নেতা দিব্যেন্দু মিত্র কল্লোল মুখার্জি সিপিআই এর নেতা কুমারের কুন্ডু এবং সি পি আই উত্তর ২৪ পরগণা জেলা কমিটির সম্পাদক শৈবাল ঘোষ সিপিআইএম কামারহাটি অঞ্চলের পাঁচটি এরিয়া কমিটির কর্মীর সমর্থকেরা ছাত্র যুব মহিলা এই বিক্ষোভ

কর্মসূচিতে অংশগ্রহণ করে এই বিক্ষোভ সভা থেকে ছয় জনের প্রতিনিধি দল বেলঘড়িয়া থানার আই সি র কাছে গিয়ে আলোচনা করেন এবং ডেপুটেশন জমা দেন পুলিশ কর্তৃপক্ষ থেকে জানানো হয় তালতলা ক্লাবকে বন্ধ করা হবে এবং এর সাথে যত যুক্ত আছে তাদের প্রত্যেককে গ্রেফতার করা হবে এবং অভিযুক্তদেরকে কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া হবে। এবং এলাকার সাট্টা জুয়া বন্ধ করা হবে এখন ঢাকা পুলিশের এই কথা বাস্তবায়িত কতটা হয়। আগামী দিনই তার প্রমাণ দেবে।

 

 

 

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়