২১-শে জুলাই সভার আগে কলকাতায় ফিরলেন সাংসদ অভিষেক ব্যানার্জী
বেবি চক্রবর্ত্তী: কলকাতা শহরে একুশের ঢল। উত্তর থেকে দক্ষিণ, সব জেলা থেকে তৃণমূলের নেতা -কর্মী -সমর্থকরা কলকাতায় আসতে শুরু করেছেন শুক্রবার সকাল থেকেই। শুক্রবার সকালেই কলকাতায় ফেরেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
উৎসাহ-উদ্দীপনা চরমে। দলের নির্দিষ্ট করে দেওয়া জায়গা অনুযায়ী সল্টলেকের গেস্ট হাউসে উঠে পড়েছেন। আগামিকাল, শনিবার সকাল থেকেই দিনভর কর্মী-সমর্থকরা আসতে থাকবেন। রবিবার সকালেও হাজার হাজার কর্মী-সমর্থক আসবেন শহরে। সব মিলিয়ে একুশের শহিদ সমাবেশের প্রস্তুতি তুঙ্গে। এদিন দুপুরে নেতাজি ইন্ডোরে ভলান্টিয়ার মিটিং হল রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে। একুশের মঞ্চ এবং তার সংলগ্ন এলাকা খতিয়ে দেখা হচ্ছে কলকাতা পুলিশের তরফে। মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। এদিন কলকাতা পুলিশের তরফে স্নিফার ডগ নিয়ে বম্ব স্কোয়াড গোটা সভামঞ্চ চত্বর সরেজমিনে তল্লাশি চালায়। ইতিমধ্যেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সভামঞ্চ।
Comments
Post a Comment