গ্রাম পঞ্চায়েতের প্রধান বিকাশ


নিজস্ব সংবাদ দাতাঃ দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লক শ্রীনারায়নপুর পূর্ণ চন্দ্রপুর তারানগর গ্রাম পঞ্চায়েত কঠিন বর্জ্য পদার্থ জমায়েত রাখার সংরক্ষিত স্থানের ব্যবস্থা উদ্বোধন করা হয়। শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪  পরগনা 
জেলার ডি.এম সুমিত গুপ্তা, সাংসদ বাপি হালদার, জেলা সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল, এ.ডি.এম সৌমেন পাল, ভি.ডি.ও মোঃ ইসরাইল, এস.ডি.ও ডক্টর মধুসূদন মন্ডল,পাথর প্রতিমার পঞ্চায়েতের সমিতির সভাপতি 
মনুশ্রী মন্ডল,শ্রী নারায়নপুর পূর্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিকাশ কান্তিপ্রতি. এছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথি  উপস্থিত ছিলেন। দক্ষিণ ২৪ পরগনা জেলার ৩১০ টা প্রকল্প হবে তার মধ্যে ৮৫টা হয়ে গেছে।  ২৪ টা হবে।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....