ছত্তিশগড়ের বীজপুরে মাও হামলা
বেবি চক্রবর্ত্তী:- ছত্তিশগড়ের বিজাপুরে, মাওবাদীরা ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইজ ( আইইডি ) মাটিতে বিছিয়ে রেখেছিল। সেই বিস্ফোরণে প্রাণ গেল দুই এসটিএফ জওয়ানের, গুরুতর জখম চার জন হাসপাতালে চিকিৎসাধীন। তারেম থানা এলাকার মন্দিমার্কার জঙ্গলে এই নারকীয় ঘটনা ঘটেছে। বিজাপুর - সুকমা - দান্তেওয়াড়া জেলার মধ্যে থাকা জঙ্গলে মাওবাদী দমন অভিযান সেরে এসটিএফের জওয়ানরা ফিরছিলেন। তখনই এই বিস্ফোরণ ঘটে।মঙ্গলবার থেকে ছত্তিশগড়ের এই অংশে মাও দমন অভিযান শুরু হয়েছে। এসটিএফ, জেলা রিজার্ভ গার্ড, রাজ্য পুলিশের উভয় ইউনিট, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এবং কোবরা ইউনিটের সদস্যরা এই অভিযানে রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য গত মাসে, ছত্তিশগড়ের নারায়ণপুর জেলায় মাওবাদীদের সঙ্গে সংঘর্ষ হয়েছিল। সেই হামলায় ছয় জন মাওবাদী নিহত হয়
Comments
Post a Comment