সতীমাতা ধামে ফল মহোৎসব অনুষ্ঠান
বেবি চক্রবর্ত্তী: বৃহস্পতিবার :-কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। যদি নিজের নিঃশ্বাসকে বিশ্বাস না করি তাহলে মৃত্যু সমতুল্য তবে যাই হোক। বহু পুরানো ধাম সতীমাতার ধাম।বুধবার কল্যাণী সতীমাতা ধামে সতীমাতার স্বামী রাম শরন পালের তিরোধান উপলক্ষে ফল মহোৎসব অনুষ্ঠান আয়োজিত হয়।এখানে দূর - দূরান্ত থেকে ভক্তদের ভালোবাসা তাঁদের বিশ্বাস ও ভক্তি নিয়ে ফল দান করেন। প্রায় সব রকমই ফল থাকে।
আপেল, পেয়ারা, কলা, কাঁঠাল, আনারস, লেবু, শশা, জামরুল প্রভৃতি। এই ফল মহোৎসব অনুষ্ঠানটি বহু বছর ধরে চলে আসছে। নির্দিষ্ট কোনো সময় জানা যায় নি। তবে কথিত আছে সতীমাতার স্বামী রাম শরন পালের তিরোধানের পর থেকে এই অনুষ্ঠানটি সেই সময় ভক্তদের বিশ্বাস- ভক্তি - স্নেহ দ্বারা মন থেকে কিছু চাইলে মা তাঁকে ফিরিয়ে
দিতেন না । এক কথায় ভক্তদের মনস্কামনা পূরণে এটি প্রচলিত ছিল। এই অনুষ্ঠানে ভক্তদের প্রায় সাত গামলা ফল ছিল। এই সতীমাতার ধামে ভক্তি হল বিশ্বাস আর ভক্তদের বিশ্বাসই হল ভক্তি।
Comments
Post a Comment