নেশা মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার প্রতিশ্রুতি ফাউন্ডেশানের

সুপ্রকাশ চক্রবর্তীঃ নেশা মুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে প্রত্যেক বছরের মতো এ বছরও আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত হল রাজ্য জুড়ে। এ উপলক্ষে সি আই ডি ভবানী ভবন নার্কোটিকস সেলের উদ্যোগে মাদক বিরোধী দিবস পালিত হল বিধাননগর সিটি পুলিশের সঙ্গে যৌথ উদ্যোগে । বিধান নগর সিটি সেন্টার ওয়ানের চারপাশে এ উপলক্ষে এক মাদক বিরোধী পদযাত্রায় পা মেলান  

প্রতিশ্রুতি ফাউন্ডেশান সহ বিভিন্ন নেশা মুক্তি কেন্দ্র ও স্কুল- কলেজের ছেলেমেয়েরা।

প্রতিশ্রুতি ফাউন্ডেশানের সেক্রেটারি সুমন দত্ত বলেন,তিনি নিজেও একটা সময় মাদকাশক্ত ছিলেন। পরে তিনিই দমদমে গড়ে তোলেন প্রতিশ্রুতি ফাউন্ডেশান নামে এই নেশা মুক্তি কেন্দ্র।

সেখানে চিকিৎসার মাধ্যমে ইতিমধ্যেই বহু মানুষের নেশামুক্তি ঘটিয়ে তাদের আবার সমাজের মূল স্রোতে ফিরিয়ে দেওয়া হয়েছে। এখনও সেই কাজ করে চলেছেন। নেশামুক্ত সমাজ গড়ে তোলাই তার মূল লক্ষ্য । তিনি বলেন, এবছর তাদের শ্লোগান ‘যে মুখে ডাকব মা সে মুখে মাদক না ‘’। 

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....