বেলঘড়িয়া বিজেপি জেলা কার্যালয়ে ভাঙচুর অভিযোগ স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

মনোজ দাসঃ  কামারহাটি পৌরসভার ২৯ নম্বর ওয়ার্ড টেক্সট মেকও বয়লার গেটের সামনে বিজেপির উত্তর শহরতলি জেলা কার্যালয়ে ভাংচুরের অভিযোগ স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযোগ, শনিবার রাতে বিজেপি কর্মীদের বৈঠক চলছিল ঠিক ওই সময় পৌরমাতা নির্মলা রাযই এসে তার লোকজন নিয়ে বিজেপি কর্মীদের হুমকি দেন। পাশাপাশি জানিয়ে যান এখানে কেন এত জমায়েত তার পারমিশন ছাড়া তারপরেই শুরু হয়ে যায় দু পক্ষের মধ্যে তর্ক বিতর্ক, এরপরেই হাতাহাতি শুরু করে এমনটাই অভিযোগ বিজেপির পক্ষ থেকে এবং তাদের জেলা অফিসের বাইরে বাইক সব ফেলে দেয়। পৌরমাতার একটি চারচাকা গাড়ি জেলা অফিসে ভেতরে জোর করে প্রবেশ করালে ঋষি মনীষীদের কাটআউট সহ গেট ভেঙে যায়। বিজেপি কর্মীদের দাবি পৌরমাতা এই ওয়ার্ডে হেরে গেছে তাই তিনি ইচ্ছা করে এই ভাংচুর করার জন্যই তিনি তার লোকজন নিয়ে আসেন।


কামারহাটি ২৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর নির্মলা রাই উপরে আগরপাড়া বিজেপি জেলা পার্টি অফিস ভাঙার অভিযোগে তার পরিপেক্ষ নির্মলা রাই বলেন তিনি সেখান থেকে আসছিলেন তার ওপর বিজেপি কর্মীবাহিনীরা আক্রমণ করেন এবং তার গাড়িও ভাঙ্গা হয় এই নিয়ে বেলঘড়িয়া থানায় অভিযোগ জানান ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....