হুগলির চুঁচুড়ায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৬ তম জন্মদিবস পালিত হল
এই চুঁচুড়া শহরের সাথে বঙ্কিমচন্দ্রের নাম ওতপ্রুতভাবে যুক্ত। এখানে বসেই বঙ্কিমচন্দ্র রচনা করেছিলেন ভারতের অন্যতম জাতীয় সংগীত 'বন্দেমাতরম'। যে বন্দেমাতারাম ধ্বনি উচ্চারন করে দুর্দণ্ড প্রতাপ ব্রিটিশ সরকারের বেওনেটের সামনে প্রাণ দিতে হয়েছে কত শত শত মহান বিপ্লবীদের।
সাহিত্য সম্রাট যে স্থানে বসে এই গান রচনা করেছিলেন সেই স্থান সরকারের পক্ষ থেকে হেরিটেজ হিসাবে ঘোষণা করা হয়েছে। বর্তমানে সেই বাড়িটি এখন মিউজিয়ামে পরিণত হয়েছে। বেশ কয়েক বছর আগে এখানেই স্থাপন করা হয়েছে ঋষি বঙ্কিমচন্দ্রের আবক্ষ মূর্তি। বুধবার চুঁচুড়া পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডে জোরাঘাটের নিকট এই বিখ্যাত স্থানে বঙ্কিমচন্দ্রের আবক্ষ মূর্তিতে মাল্য দান করে শ্রদ্ধা জানালেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে বুধবার এই স্থানে উপস্থিত ছিলেন চুঁচুড়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতা চ্যাটার্জী, ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমীর সরকার সহ বিশিষ্ট জনেরা।
Comments
Post a Comment