ভারতীয় ফুটবল দলের কোচের আবেদন ট্রেভর জেমস মর্গান

বেবি চক্রবর্ত্তী,২০ জুন,২০২৪:- ইগর স্টিম্যাচ ভারতীয় ফুটবল দলের হেড কোচের পদ থেকে অপসারিত হওয়ার পরে একটি শূন্যস্থান তৈরি হয়। 

ফুটবল ফেডারেশনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। ভারতের সিনিয়র ফুটবল দল এবং আন্ডার ২৩ দলের নতুন কোচের আবেদন পত্র চেয়ে। সূত্রের খবর ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন, সফলতম, কোচ ট্রেভর জেমস মর্গানের আবেদনপত্র জমা পড়েছে এই পদে জন্য। 

এশিয়া নেট নিউজ বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে  মর্গান বলেছেন, "আমি ভারতীয় দলের হেড কোচ হবার জন্য আগ্রহী এবং আমি তার জন্য আবেদন করেছি।"

মর্গান প্রথমবার ভারতে আসেন ২০১০ সালে ইস্টবেঙ্গল দলের কোচ হয়ে। বর্তমান ভারতীয় দলের গুরপ্রিত সিং সাধু, রাহুল বেঁকে, নিখিল পূজারী এরা সকলেই এক সময় তার তত্ত্বাবধানে খেলেছেন। 

ভারতীয় ফুটবলকে মর্গান নিজের হাতের তালুর মত চেনেন। ২০১২-১৩ মরশুমে, মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি ম্যাচ ৩-২ গোলে জিতে, তিনি ফিরে যান।

দ্বিতীয় পর্যায়ে তিনি আবার ইস্টবেঙ্গল ক্লাবের কোচের পদে নিযুক্ত হন ২০১৬ সালে। আইএসএল শুরু হবার পর তিনি কেরলা ব্লাস্টার্স দলের সহকারী কোচ হিসেবে কাজ করেন। অল্প কিছুদিনের জন্য আই-লীগে তিনি ডেম্প দলের কোচ ছিলেন। ২০২২ সাল থেকে জেমস মর্গান অস্ট্রেলিয়ার আন্ডার ২০ দলের দেখাশোনা করছেন।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....