গেমিং জোনে বিধ্বংসী আগুনে পুড়ে মৃত্যু

সুকন্যা মজুমদার: শনিবার বিধ্বংসী আগুন গুজরাটের রাজকোটে গেমিংজোনে। ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে প্রায় ৩২ জনের। এদের মধ্য়ে বেশ কয়েকজন শিশু বলে খবর সূত্রের। দমকলের একাধিক ইঞ্জিনের সহাতায় আগুন নিয়ন্ত্রণে এলেও উদ্ধার কাজ এখনও চলছে। 

সপ্তাহের শেষ বলে গেমিংজোনে কচিকাঁচাদের ভিড় বেশি ছিল। সঙ্গে অভিভাবকরাও ছিলেন। সূত্র মারফত জানা গিয়েছে, ওই গেমিংজোনে একটি অস্থায়ী অংশের ফাইবার ডোমে আগুনের স্ফুলিঙ্গ দেখতে পাওয়া যায়। মুহূর্তে আগুন বিধ্বংসী রূপ নেয়। প্রাণে বাঁচতে সকলের হুড়োহুড়ি মধ্য়েই আগুনের লেলীহান শিখা গ্রাস করে সম্পূর্ণ জায়গাটি। একটি মাত্র দরজা থাকায় বিপোত্তী আরও বাড়ে। ঘটনাস্থলে পৌঁছয় একাধিক ইঞ্জিন। উদ্ধার করে ভিতরে আটকে পড়া মানুষদের। এই ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে নয় জন শিশুসহ ৩২ জনের। বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।

উল্লেখ্য, রবিবার সকালে ঘটনাস্থলে যান গুজরাটের মুখ্য়মন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। ঘটনার কারণ নিয়ে তদন্ত শুরু করতে সীটের দল গঠন করেছে গুজরাট প্রশাসন। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বজনহারা প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....