মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে অভিযোগ আইনজীবীদের একাংশ

বেবি চক্রবর্ত্তী, কলকাতা, সোমবার বিকেলে কলকাতা হাইকোর্ট এবং ব্যাঙ্কশাল কোর্টের আইনজীবীদের একাংশ অভিযোগ দায়ের করে হেয়ার স্ট্রীট থানায়।

আরামবাগের নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম এবং ইসকন কে নিয়ে যে মন্তব্য করেছেন তা ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়।

হিন্দু ভাবানুরাগী থেকে আইনজীবীরা এর প্রতিবাদ শুরু করে। কলকাতা হাইকোর্ট এবং ব্যাঙ্কশাল কোর্টের আইনজীবী সুদীপ্ত রায় এবং অর্ক নাহা প্রমুখ।  আইনজীবী অর্ক নাহা এদিন বলেন মুখ্যমন্ত্রী মন্তব্য ঘিরে ধর্মীয় চাঞ্চল্য সৃষ্টি হতে পারে। জ্যোতিবসুর আমলে গোলপার্ক রামকৃষ্ণ মিশনকে জমি দেওয়া নিয়ে রামকৃষ্ণ মিশনকে সাহায্যের বদলে টালিনালায় বসে বিক্ষোভ করে এর বিরোধিতা করেছিলেন।‌ পরবর্তী কালে সেই জমির ওপর গোলপার্ক রামকৃষ্ণ মিশনের 'বেদী ভবন' তৈরি করা হয় যা সাধারণ জনগণের জন্য। পাশাপাশি স্বামীজির বাড়ির প্রসঙ্গ নিয়ে বলেন ১৮৬৩ সালের ১২ জানুয়ারি। সেই বাড়ি স্বামীজির ঠাকুর্দা রামমোহন দত্ত তৈরি করান। বর্তমানে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে স্বামী বিবেকানন্দের ঐতিহ্যমণ্ডিত পৈতৃক বাড়িটিকে একটি সংগ্রহশালার আকারে গড়ে তুলে নাম রাখা হয়েছে যা বর্তমানে ‘বিবেকানন্দ মিউজিয়াম’। এই সময় না তিনি কোন‌ রাজনৈতিক বড় কোন পদে ছিলেন। এবং আইনজীবী সুদীপ্ত রায় জানান সম্ভবত মাননীয় মুখ্যমন্ত্রীর চৌতন্য হোক ! 

বিশেষজ্ঞ মহলের একাংশ মনে করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ধর্মীয় স্থানে আঘাত মর্মাহত এবং অত্যন্ত নিন্দনীয় ঘটনা বলে আখ্যায়িত করে। 

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....