নাম ব্যবহার করে বিজেপির প্রচার নিয়ে আক্রমণ
সুকন্যা মজুমদারঃ 'মমতা' নাম ব্যবহার করে বিজেপি লোকসভা নির্বাচনের প্রচার চালাচ্ছেন বলে মোদীর দিকে অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার জোড়া সভা ছিল মুখ্যমন্ত্রীর। প্রথমে বনগাঁ লোকসভা এলাকায়, পরের সভা ছিল শ্রীরামপুর লোকসভায়।দুই সভা থেকেই বিজ্ঞাপন এ তাঁর নাম ব্যবহার করে বিজেপির প্রচার নিয়ে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন লোকসভা ভোটের প্রচারের জন্য বিজেপি যে বিজ্ঞাপন গুলি বানিয়েছেন তাতে একটি চরিত্রের নাম ' মমতা ' রাখা হয়েছে,সেখানে বলা হচ্ছে ওই চরিত্র যেন বিজেপি তেই ভোট দেন। বিজ্ঞাপনে বলা হয়েছে 'মোদি জল দেন ' এই কারণে বিজেপিকে ভোট দেওয়ার কথা বলা হয়েছে।
এই নিয়ে কেন্দ্রের শাসক দলকে বিধেঁছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থ দফা লোকসভা ভোটে বাংলা উত্তাল থাকায় বার বার রাজ্যের শাসক দল ও কেন্দ্রীয় বাহিনীর উপর ক্ষোভ উগরে দিয়েছে সমস্ত দলের প্রার্থীরা। এমনই উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে নির্বিঘ্নে নির্বাচন প্রক্রিয়া চালানো রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে নির্বাচন কমিশনের কাছে।
Comments
Post a Comment