বই প্রকাশ অনুষ্ঠান:-
বেবি চক্রবর্ত্তী, কলকাতা, শনিবার:- সাহিত্যকে হল সমাজের একটা আয়না। যেখানে সমাজের বিভিন্ন প্রতিবিম্ব ফুটে উঠে এই সাহিত্যের মাধ্যমে। সাহিত্য সমাজের বিভিন্ন রূপ চোখের সামনে তুলে ধরা হয়। সেই সময়কার এবং বর্তমান সমাজের পরিস্থিতি, ন্যায়-অন্যায়।
Genation Archiver এর পক্ষ থেকে শনিবার সাহিত্যের অনুষ্ঠানের আয়োজিত হয়। বই থেকে বিরত নব প্রজন্মকে উৎসাহিত করার লক্ষ্যে এবং অক্লান্ত পরিশ্রমে সামাজিক কল্যাণমুখী কাজের অগ্রসর হয়।
এছাড়াও অনুষ্ঠানে তিনটি বই প্রকাশিত হয় রোমন্থনে জেলা প্রথম খন্ড, যোগাসনে বিশ্বখেতাব (ঝন্টু রায়), লেখক মানব মুখোপাধ্যায় ।
এদিন অনুষ্ঠানে ছিলেন সাহিত্যক ড. সমীর শীল, সঞ্জয় বসু,সঞয় সরকার, মুস্তাক আহমেদ, হিমেন্দু দাস, রমেন ভদ্র, ঝন্টু রায়, অনিল চন্দ্র সিকদার, বানীব্রত, শিব শংকর বক্সী, অনুরাধা চক্রবর্তী, সীমা রায়, সুতপা চক্রবর্তী, জয়দেব চক্রবর্তী, সঞ্চালিকা মধুমিতা বসু, অজয় ভট্টাচার্য, অর্নব দত্ত, মৌসুমী বীর, শেখ মনিরুদ্দিন, মুস্তাক আহমেদ, অপূর্ব কুমার গাঙ্গুলী, বেবী চক্রবর্তী, রাজকুমার দাস, সৌরভ দত্ত, সায়ন্তনী পাল, মেহেবুব আলম, সৌপর্ন পাল, গোপাল চক্রবর্তী, তনুশ্রী রায়, সুপ্রিয়া ঘোষ, মুরারী মোহন নন্দী, সায়ন কুন্ডু অংকেশ অধিকারী স্বর্নালী মন্ডল বরুণ চক্রবর্তী। উদ্বোধক পদ্মশ্রী সম্মান প্রাপ্ত রতন কাহারবহু গায়কের কন্ঠে তার গান,Generation Achiever
সভাপতি প্রাক্তন ব্রিগেডিয়ার সম্মানিত তুষার কান্তি মুখোপাধ্যায় বিশিষ্ট কবি সাহিত্যিক স্বনামধন্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব রানাঘাট নদিয়া। সহ-সভাপতি অর্জুন কুমার ঘোষ বিশিষ্ট চিকিৎসক ,প্রধান অতিথি ড. কিংশুক চক্রবর্তী বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক শিক্ষারত্ন প্রাপক পশ্চিমবঙ্গ সরকার প্রাক্তন প্রধান শিক্ষক শান্তিপুর মিউনিসিপাল উচ্চ বিদ্যালয় কল্যাণী নদীয়া।সামসের মল্লিক,পন্ডিত মল্লার ঘোষ আন্তর্জাতিক তালবাদ্য শিল্পী।মল্লিকা ঘোষ,পায়েল সরকার,গৌতম কুমার দাস
একাধারে কবি প্রাবন্ধিক চিত্রশিল্পী কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার একজন মানবিক সুদক্ষ প্রশাসক। লোপামুদ্রা মুখার্জি, ডঃ সুজয় বিশ্বাস,ডাক্তার মধুমিতা দেব,অগ্নিশিখা বিশিষ্ট কবি সাহিত্যিক প্রকৃত সমাজসেবী মানুষের মনের মনিকোঠায় জীবন্ত নারী চরিত্র সমাজ সংস্কারে ব্রতী এবং তৃতীয় লিঙ্গের মানুষদের সাধিকারের কান্ডারী।
পান্না দাস সম্মানীয় অতিথি অনুপম সরকার,শাওন পাল,সত্য কাম বাগচী,বরুন চক্রবর্তী বিশিষ্ট সাংবাদিক- সাহিত্যিক সাধন কুমার হালদার,সীমা সোম বিশ্বাস।
এছাড়াও উপস্থিত ছিলেন রঞ্জনা কর্মকার,বাদল বর্মন বিশিষ্ট কবি সাহিত্যিক সম্পাদক ক্রীড়াবিদ রাজ্য হকি এসোসিয়েশনের কার্যকরী সম্পাদক, কৌশিক গাঙ্গুলী,মধুমিতা ধূত বিশিষ্ট কবি, সঞ্চালক, সম্পাদক,সুশান্ত ঘোষ,নীলাচল চট্টরাজ, তারক দেবনাথ, সুনীল সরকার,পীযূষ রায়,সুশান্ত কুমার ঘোষসৌভিক রাজ পূজা রায়, মৃণাল কান্তি দাস,ড. নির্মল বর্মন,
সুজাতা দে,ঐকিয়া গুপ্ত প্রমুখ।
Comments
Post a Comment