১৩২৭ সালে চৈত্র মাসে


নিজস্ব প্রতিনিধিঃ দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ প্রতিষ্ঠাতা আশ্রী অনুদা ঠাকুর কর্তৃক আদ্যামা প্রাপ্তির ১১০ তম বর্ষ উপলক্ষে  রবিবার, ১৭ই এপ্রিল ২০২৪ রামনবমী শুভ সন্ধিক্ষণ কলকাতার দক্ষিণেশ্বর আদ্যাপীঠে তিথি নক্ষত্র মেনে নটমন্দির মিলনায়তনে দেবী আদ্যামার পবিত্র আবির্ভাব উপলক্ষে। 


অনুযায়ী বাসন্তী পূজা ও রামনবমীর দিনে আদ্যামায়ের ছোট্ট কন্যারূপের পূজো হেতু প্রতিবছরের মত এ বছরও কুমারী পূজার আয়োজন করা হয়। আদ্যাপীঠের এই বিশেষ অনুষ্ঠানটি জনসম্মুখে তুলে ধরার উদ্দেশ্যে একটা সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়।

এখানে প্রায় ২০০০ এর মত শিশু কন্যা অংশগ্রহণ করে। এই দিনে প্রায় ২০০০ ছোট মেয়েকে কুমারী আদ্যামা রূপে পূজা করা বঙ্গদেশের চট্টগ্রাম জেলার গুজরা গ্রামে ১৩২৭ সালে চৈত্র মাসে অন্নদাচরণ ঠাকুরের সৌজন্যে এই কুমারী পুজো প্রথম শুরু হয়। তিনি ২৮ টি আসন ২৮টি পুজোর থালা ২৮টি কুমারীকে পুজো করেন।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....