পার্থী তালিকা নিয়ে ধোঁয়াশা কাস্তে হাতে

সুকন্যা মজুমদারঃ রাবিবার, ১০ মার্চ ২০২৪ , বাংলায় লোকসভা নির্বাচনে সিপিআইএম ও কংগ্রেস জোট নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। বিজেপি ইতিমধ্যে বাংলায় লোকসভা ভোটের পার্থী তালিকার অর্ধেক ঘোষণা করে দিয়েছে।

তৃণমূল ও আজ ব্রিগেডের মঞ্চ থেকে প্রথম দফার পার্থী তালিকার প্রকাশ করেন।কিন্তু সিপিআইএম ও কংগ্রেস জোট থেকে এখনও পার্থী তালিকার প্রসঙ্গ শোনা যায় নি।যা বাংলায় কাস্তে হাতের জোট নিয়ে সংশয় প্রকাশ করছে।

এই বিষয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন "কংগ্রেসের সঙ্গে আলোচনা হবে কি না,আমি বারবার বলেছি তা কংগ্রেস ঠিক করবে।প্রাথমিক কিছু আলোচনা হয়েছিল,তবে আমরা বলেছি ,বিজেপি তৃণমূল বিরোধী অবস্থান নিলেই, আমরা আলোচনা করবো।' প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন ' দিল্লীর নেতৃত্ব যখন আলোচনা করবেন তাঁদের সঙ্গে,তখন সেটা জানিয়ে দেওয়া হবে।কারণ অনেক গুলো রাজ্য নিয়ে নির্বাচন করতে হয় দল কে, সেক্ষেত্রে সিদ্ধান্ত নেয়া সময় সাপেক্ষ'।

লোকসভা নির্বাচন যেকোনো দিন ঘোষণা হতে পারে,সেই পরিস্থিতিতে সিপিআইএম কংগ্রেস জোটের বন্ধন পরিষ্কার নয়।বিজেপির ২০ টি এবং তৃণমূলের ৪২টি আসনের প্রার্থী তালিকা প্রকাশের পরও সিপিআইএম কংগ্রেস কার্যত নীরবতা পালন করছেন। রাজ্যের নেতাদের কাছেও নেই কোনো স্পষ্ট উত্তর নাকি এড়িয়ে যাচ্ছেন নিজেদের অবস্থান নিয়ে।

ভারত জড়ো ন্যায় যাত্রায় বারবার রাহুল কে আক্রমণ করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তা সত্বেও তৃণমূলের জন্য দরাজ হস্তে ইন্ডিয়া দলে অপেক্ষা রত কংগ্রেস। তৃণমূল ছাড়া বাংলায় লড়তে ভয় পাচ্ছে রাহুল? সূত্রের খবর কংগ্রেস হাই কমান্ড থেকে ইতি মধ্যেই তৃণমূলের কাছে আসন তালিকার নির্বাচন নিয়ে প্রস্তাব চাওয়া হয়েছে। তৃণমূলের প্রার্থী তালিকা দেখেই কি কংগ্রেস নিজেদের পার্থী চূড়ান্ত করবে,সিপিআইএম ও কি অতদিন অপেক্ষায় থাকবে? লোকসভা ভোটের তালিকা ও ইন্ডিয়া জোটের সদস্যদের নিয়ে রাজনৈতিক মহলে উষ্ণতা বাড়াচ্ছে। 

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....