পার্থী তালিকা নিয়ে ধোঁয়াশা কাস্তে হাতে
লোকসভা নির্বাচন যেকোনো দিন ঘোষণা হতে পারে,সেই পরিস্থিতিতে সিপিআইএম কংগ্রেস জোটের বন্ধন পরিষ্কার নয়।বিজেপির ২০ টি এবং তৃণমূলের ৪২টি আসনের প্রার্থী তালিকা প্রকাশের পরও সিপিআইএম কংগ্রেস কার্যত নীরবতা পালন করছেন। রাজ্যের নেতাদের কাছেও নেই কোনো স্পষ্ট উত্তর নাকি এড়িয়ে যাচ্ছেন নিজেদের অবস্থান নিয়ে।
ভারত জড়ো ন্যায় যাত্রায় বারবার রাহুল কে আক্রমণ করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তা সত্বেও তৃণমূলের জন্য দরাজ হস্তে ইন্ডিয়া দলে অপেক্ষা রত কংগ্রেস। তৃণমূল ছাড়া বাংলায় লড়তে ভয় পাচ্ছে রাহুল? সূত্রের খবর কংগ্রেস হাই কমান্ড থেকে ইতি মধ্যেই তৃণমূলের কাছে আসন তালিকার নির্বাচন নিয়ে প্রস্তাব চাওয়া হয়েছে। তৃণমূলের প্রার্থী তালিকা দেখেই কি কংগ্রেস নিজেদের পার্থী চূড়ান্ত করবে,সিপিআইএম ও কি অতদিন অপেক্ষায় থাকবে? লোকসভা ভোটের তালিকা ও ইন্ডিয়া জোটের সদস্যদের নিয়ে রাজনৈতিক মহলে উষ্ণতা বাড়াচ্ছে।
Comments
Post a Comment