মথুরাপুর লোকসভা কেন্দ্রে
সুন্দরবনের প্রত্যন্ত ও
বিচ্ছিন্ন দ্বীপ ঘোড়ামারা,যার মোট আয়তন মাত্র ২৫ বর্গ কিলোমিটার।ভোটার সংখ্যা ৩৩০০,
যোগাযোগের এক মাত্র মাধ্যম জলপথ।এদিন লট এইট থেকে লঞ্চে করে ঘোড়ামারার উদ্দেশ্যে রওনা
হন এবারের মথুরাপুর পুর লোকসভা কেন্দ্রের টি এম সি প্রার্থী বাপি হালদার।
ঘোড়ামারা পৌঁছানোর পর
মানুষের উল্লাসের সাথে স্বাগত জানান প্রার্থী কে।এই এলাকার মানুষের সব থেকে বড় সমস্যা
নদী বাঁধ।কোনো কংক্রিটের বাঁধ না থাকায় জীবিকার এক টুকরো চাষ জমি নদী গর্ভে তলিয়ে
গেছে। এ বিষয়ে সাধারণ মানুষের অভিযোগ মন দিয়ে শুনলেন প্রার্থী বাপি হালদার।
গত ১০ই মার্চ জন গর্জন
সভা থেকে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের প্রার্থী
তালিকা প্রকাশের পর থেকেই প্রচারের হিড়িক সবার মধ্যে, সেই মতো মানুষের কাছে পৌঁছে
নানান না পাওয়ার কথা শুনছেন সকলে।
প্রাকৃতিক বিপর্যয়ে এই
দ্বীপ বারে বারে ভাঙ্গনের মুখে পড়েছে। সর্বস্বান্ত হয়ে মাথার উপর ছাদ হারিয়েছেন এই
দ্বীপের অধিবাসীরা। এখনো বিদ্যুতের আলো পৌঁছায় নি এই দ্বীপে। তাই সন্ধ্যা হলেই কার্যত
অন্ধকারে ডুবে থাকে এই দ্বীপ। উন্নয়নের কোনো প্রতীক এখনও গিয়ে উঠতে পারেনি। এই ভোটের
এক মাত্র আশা এই দ্বীপে জ্বলবে উন্নয়নের আলো, অধিবাসীদের ও এক মাত্র চাওয়া একটু শান্তির
জীবন।
Comments
Post a Comment