স্বনির্ভর করতে এগিয়ে এলো


শুভ ঘোষ- মহিলাদের আত্মরক্ষা স্বনির্ভর করতে এগিয়ে এলো কালারি পায়ারটু গুরুকুল কর্ণধার পরাশ কুমার মিশ্র ।২৫ শে ডিসেম্বরের পর মহিলাদের নিজের আত্মরক্ষার উদ্দেশ্যে উওর কলকাতার শ্যামবাজার দেশবন্ধু পার্কে ২৬ শে এবং ২৭শে ডিসেম্বর এই দুদিন ব্যাপী ক্যারাটে কালারি পায়ার টু ক্রীড়া চলবে। এই অনুষ্ঠানে বিভিন্ন জেলার ২০০জন ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেছে। চার থেকে ষোলো বছর বয়সী ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে।


কালারিপায়ার টু সেক্রেটারি জেনারেল এডভোকেট পন্থুরা সমান,গ্রুরুপকাল রঞ্জন মোল্লারাড,গুরুকুলের পরেশ কুমার মিশ্র,দু বছরের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এবং দুটি গোল্ড মেডেল প্রাপ্ত মিস্টার অ্যাড-ভইতো পি, এছাড়া সিটি কেবিল এর কর্ণধার তিনকুড়ি দত্ত মহাশয়, রাজিব গোস্বামী,দেবাশীষ সেন, আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির আয়োজন পরাশ কুমার মিশ্র,উদ্যোগে করা হয় প্রত্যেক বিশিষ্ট ব্যক্তিদের মানপত্র বিশেষভাবে সম্মানিত করা হয়। উত্তর কলকাতা দেশবন্ধু পার্ক  

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....