সল্টলেকের রবীন্দ্র ওকাকুরা ভবনে অনুষ্ঠিত হলো সংলাপের "পৌষ পার্বণ"

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা, সংলাপের প্রথা ও ঐতিহ্য অনুসরণ করে গুরু বন্দনা দিয়ে শুরু হয়েছিল প্রথম দিনের অনুষ্ঠান। দু' দিন মিলিয়ে ছিলো মোট ২৭টি নাটক। আটজনের কবিতা। একজনের উদ্বোধনী সঙ্গীত এবং বাইরের তিনটি দলের আমন্ত্রণ মূলক অনুষ্ঠান

নতুন পুরনো সবার অভিনয়ের প্রতি আন্তরিকতা ও নিষ্ঠার ছাপ পাওয়া গেছে তাদের প্রতিটি উপস্থাপনায়। সংলাপ কবিতা পোর্ট্রেটে সবার উন্নত মানের একক কবিতা বলা নিয়ে অনেকের কাছ থেকেই প্রশংসা শুনলাম। তেমনি শুনতে পেলাম সংলাপ কবিতা ক্যানভাসের দলবদ্ধ উপস্থাপনা "আঁধারের শব্দেরা একদিন" নিয়েও উচ্ছসিত প্রশংসা।


এটুকুই আমার ব্যক্তিগত প্রাপ্তি যাতে আমার নিজস্ব খুশির ঝোলাটা পূর্ণ হয়ে ওঠে।

প্রতিটা অনুষ্ঠান মানেই কেবল সবার নাম নিয়ে কতকগুলো নাটক দিয়ে দেওয়া নয়, সবার সুবিধে বুঝে, জেনে লিষ্ট তৈরি ও সিরিয়াল ঠিক করা একটা খুব বড় ও জটিল কাজ। এ বিষয়ে আড়ালে থেকে যে বা যারা কাজ করেছে তাদের জন্যে অনেক ভালোবাসা।

এক একটা অনুষ্ঠান মাঝেই থাকে প্রচুর কাজ। চন্দনের টিপ ও মিষ্টি বিতরণ থেকে শুরু করে, আমন্ত্রিত দলের সদস্যদের যত্ন নেওয়া ও কথা বলা, সঞ্চালকদের সাহায্য করা থেকে শেষে খাবার প্যাকেট ও জলের বোতল সবার হাতে তুলে দেওয়া।বহু জনের সক্রিয়তা ও অংশগ্রহণেই এতো জটিল কাজগুলো সুসম্পন্ন হয়ে ওঠে। এই কাজে নতুন ও পুরনো যারা এগিয়ে এসে অংশ নিয়েছো তাদের সবার জন্যেই অজস্র শুভেচ্ছা ও ভালোবাসা। এর পরেও প্রতিটা অনুষ্ঠানে ঘুরিয়ে ফিরিয়ে সবাইকেই এ সব দায়িত্ব ভাগ করে দিয়ে দেখে নেবো কে তোমরা কোন কাজের জন্যে কতোটা দক্ষ।

এই অনুষ্ঠানে হল্, ফুড প্যাকেটস্, জল, কেক, পাটিসাপটা সবই কিন্তু স্পনসর করেছে কোন না কোন সংলাপী। তাদের জন্যে আমার ও সকল সংলাপীদের পক্ষ থেকে একটু বিশেষ ভালোবাসা।

সংলাপ সদস্য সংখ্যার বিচারে কলকাতা তথা পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় কন্ঠনাটক শিক্ষার প্রতিষ্ঠান। সংলাপের সবার সঙ্গে সবার সদ্ভব, রেষারেষিহীন ভালোবাসার সম্পর্কই সংলাপকে এতো বিশেষ করে তুলেছে। আগামী দিনেও সবাই চেষ্টা করবে সংলাপের এই বৈশিষ্ট্যকে ধরে রাখতে এবং সংলাপের বাইরেও এর প্রচার ও প্রতিষ্ঠা করতে এটাই চাই।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....