মায়ের টাকা লুঠ


নিজস্ব প্রতিনিধিঃ  ঘোষপাড়া, কল্যাণী , নদীয়া, শ্রী শ্রী সরস্বতী ট্রাস্ট এস্টেট এর কোষাধ্যক্ষ অনিল প্রামানিক, প্রতিদিনের মতন রবিবার, ৫ই নভেম্বর ২০২৩, সকাল বেলা সতীমাতার মন্দিরে তিনি গিয়ে দেখেন প্রানামি বাক্সটি সেটি ভাংগা আছে। অনিল প্রামানিক আমাদের জানান সতীমাতার মন্দিরের ডালিম তলায় একটি প্রানামি বাক্স বসানো আছে বহুদিন ধরে, শনিবার, ৪ই নভেম্বর ২০২৩, রাত্রি বেলা সতীমাতার মন্দিরের ক্যাশ বাক্সটি ভেঙে দুষ্কৃতীরা ক্যাশ ছুরি করে নিয়ে যায়।

সকাল বেলা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এবং রাত নটা পর্যন্ত তাদের ডিউটি থাকে, মন্দিরের ভিতরে (৫) পাঁচটা গেট আছে, সব গেট বন্ধ করে, তারপর তারা মন্দিরের ভিতরে নিজেদের রুমে চলে যান। রাত্রিবেলা কোণো সিকিউরিটি গার্ডে থাকেনা কিন্তু মন্দিরের ভিতরে তিনজন সিকিউরিটি (২৪) চব্বিশ ঘন্টা থাকেন।

শ্রী শ্রী সরস্বতী ট্রাস্ট এস্টেট এর কোষাধ্যক্ষ অনিল প্রামানিক এবং অন্যান্যরা গিয়ে কল্যাণী ঘোষপাড়া থানা গিয়ে অভিযোগ জমা করেন, তারপর কল্যাণী ঘোষপাড়া থানা থেকে রাজকুমার বিশ্বাস (এ এস ই) আসেন সব ঘটনা তাকে জানানো হয়।

কল্যাণী ঘোষপাড়া থানার রাজকুমার বিশ্বাস (এ এস ই) তিনি সতীমাতার মন্দিরের  তিনজন সিকিউরিটি গার্ডেরকে ডাকেন তারপর তাদের জিজ্ঞাসাবাদ করেন। রাজকুমার বিশ্বাস (এ এস ই) শ্রী শ্রী সরস্বতী ট্রাস্ট এস্টেট এর কোষাধ্যক্ষ অনিল প্রামানিক, বলেন মন্দিরে ভিতরে সিসিটিভি বসানোর ব্যবস্থা কর্লে এবং রাত্রি বেলার জন্য একজন সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করতে।কল্যাণী ঘোষপাড়া রাজকুমার বিশ্বাস (এ এস ই) থানার জানান এখনো কেউ ধরা পড়েনি,  আমাদের তদন্ত জারি আছে।

প্রশ্ন উঠছে সাধারণ মানুষ এবং ভক্তদের মধ্যে। সতীমাতার মন্দিরের ছারদিকে উঁচু পাচিল দেওয়া আছে এবং (২৪) চব্বিশ ঘন্টা তিনজন সিকিউরিটি থাকেন।তারপর কি করে এই ঘাঁটানা ঘটলো ???

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....