অনুপম হালদারের সপ্তম একক আলোকচিত্র প্রদর্শনী
দিব্যেন্দু বড়ুয়া কোলকাতার অ্যাকাডেমী অব ফাইন আর্টস-এর 'নিউ সাউথ এ' এবং নিউ সাউথ বি' গ্যালারিতে আলোকচিত্রী অনুপম হালদার-এর 'সৃজনাত্মক আলোকচিত্র প্রদর্শনী' ঘুরে দেখার পর সাংবাদিকদের সাথে আলোকচিত্র প্রদর্শনী সম্পর্কিত নিজের মতামত ব্যক্ত করতে গিয়ে এই কথা জানান।
বলে রাখা ভালো, গত বৃহস্পাতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ থেকে অ্যাকাডেমী অব ফাইন আর্টসে শুরু হয়েছে অনুপম হালদারের সপ্তম একক আলোকচিত্র প্রদর্শনী চলে ৬ অক্টোবর ২০২৩ পর্যন্ত। দর্শনার্থীগণ প্রতিদিন অপরাহ্ন ৩ টে থেকে রাত ৮ টা পর্যন্ত এই প্রদর্শনী চলে ।প্রদর্শনী কক্ষদ্বয়ে রয়েছে ছোটো বড়ো মিলিয়ে মোট ১২৫ টা আলোকচিত্র।
২৮ সেপ্টেম্বর' ২০২৩ ক্রিয়েটিভ ফটোগ্রাফি এক্জিবিশন নামের মোড়কে কোলকাতার 'অ্যাকাডেমী অব ফাইন আর্টস'-এর 'নিউ সাউথ এ' এবং 'নিউ সাউথ বি' গ্যালারিতে শুরু হয় পেশায় পদস্থ সরকারী আধিকারিক ও নেশায় আলোকচিত্রী অনুপম হালদার-এর সপ্তম একক আলোকচিত্র প্রদর্শনী।
২৮ সেপ্টেম্বর' ২০২৩ সন্ধ্যায় প্রথিতযশা অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী, অচ্চ্যুৎ চ্যাটার্জী, অভিনেত্রী অনামিকা সাহা, মৌবনী সরকার, চিত্রকর দিবাকর চক্রবর্তী, সুজিতকুমার ঘোষ, হাওড়া পৌরনিগমের অন্যতম পৌরপ্রতিনিধি সীমা ভৌমিক, দেব সাহিত্য কুটির-এর কর্ণধার রাজিকা মজুমদার, আলোকচিত্রী মধু সরকার, অতনু পাল সহ বিশিষ্ট জনের উপস্থিতিতে মঙ্গল দীপ প্রজ্জ্বলিত করে শুরু হয় অনুপম হালদারের সপ্তম একক আলোকচিত্র প্রদর্শনী।
প্রদর্শনী কক্ষে বিশ্ব বরেণ্য দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া-র পাশে দাঁড়িয়ে আলোকচিত্রী অনুপম হালদার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "প্রদর্শনী কক্ষে আমার তোলা আলোকচিত্রগুলো অবলোকন করতে করতে প্রথিতযশা দাবাড়ুর তাৎক্ষনিক প্রতিক্রিয়া আমাকে আগামী দিনে আরো ভালো ছবি তুলতে উদ্বুদ্ধ করেছে।"
দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া-র সফরসঙ্গী রূপে আজ প্রদর্শনী কক্ষে হাজির থেকে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের যুগ্ম আয়োগ পাঞ্চালী মুন্সি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, " ক্রীড়াক্ষেত্র থেকে শতহস্ত দূরে অবস্থিত আলোকচিত্র জগতের উপর দিব্যেন্দু বড়ুয়া-র এই পর্যবক্ষেণ আমাকে এবং আলোকচিত্রী অনুপম হালদার-কে যৌথভাবে চমকিত ও রোমাঞ্চিত করেছে। আজ এখানে না এলে দিব্যেন্দু বড়ুয়া-র এই দিকটা কোনোদিন আমার নজরে আসত না।
Comments
Post a Comment