'কোলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল'-এ।

 

নিজস্ব প্রতিনিধিঃ কোলকাতা, ৬ অক্টোবর '২০২৩ :- 'পশ্চিমবঙ্গ তফশীলি জাতি ও উপজাতি কর্মচারী সমিতি (বাণিজ্যকর বিভাগ)' -র দ্বাদশ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হল 'কোলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হল'-এ।

সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলিত করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রকের অধীন রাজস্ব (প্রশাসন) বিভাগের বিশেষ আয়োগ শর্মিষ্ঠা রায়।

পরে 'ডাব্লু বি এস সি এস টি ই এ'-র শারদীয়া সংখ্যা 'নির্ণয়'-এর উন্মোচন করেন কবি অরুণকুমার চক্রবর্তী।

ডাব্লু বি এস সি এস টি ই এ'-এর সভাপতি অরুণকুমার মণ্ডল এবং সম্পাদক পিন্টু মণ্ডল সাংবাদিকদের জানিয়েছেন, "সান্ধ্য অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন কণ্ঠসঙ্গীত শিল্পী পৌষালী ব্যানার্জি, অপরদিকে বিমল বন্দ্যোপাধ্যায়-এর কাহিনী অবলম্বনে বাণিজ্য কর বিভাগের কর্মচারীদের পরিবেশনায় এবং বিশ্বনাথ বসুর নির্দেশনায় আজ মঞ্চস্থ হবে নাটক 'একটি অবাস্তব নাটক'।"

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....