নতুন করে ফিরে পেল তরুণ মজুমদার এবং সত্যজিৎ রায়ের মতন পরিচালককে |

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা, পরিচালক রতন মৈত্র এর ছবি ...অন্য রূপকথা ....সত্যি অন্য রকম  শুক্রবার, ২২ সে সেপ্টেম্বর, ২০২৩ ছবিটি মুক্তি পেলো এক্রপলিশ মলের সিনেপ্লেক্সে । উপস্থিত ছিলেন ছবির কলাকুশলি রাজ দে.পূজারিণী. বিষজিৎ চক্রবর্তী,. সুমিত সমাদ্দার, সুমন ব্যানার্জী অধিকারি কৌশিক  এবং ফকিরপুরের গ্রামবাসী যারা কোনোদিন ক্যামেরার সামনে অসেনি।

পরিচালক রতন মৈত্র তাদেরকে ওয়ার্কশপ করিয়ে ছবিতে অভিনয় করিয়েছেন ।

এই সিনেমাতে রাজের অভিনয় প্রসংশিত হয়েছে ৷

 দর্শক ছবিটি দেখে খুব প্রশংসা করেছে| দর্শক আবার নতুন করে ফিরে পেল তরুণ মজুমদার এবং সত্যজিৎ রায়ের মতন পরিচালককে | কাল দর্শনে ছিল অনেক গণ্যমান্য ব্যক্তি,যেমন রুদ্রনীল ঘোষ, অমিতাভ ভট্টাচার্য, বালাজি কনস্ট্রাকশনের   কর্ণধার মানব পাল, ভূতের রাজা দিল বরের কর্ণধার রাজিব বাবু, মাসুম আক্তার এবং নাসার সাইন্টিস্ট ডক্টর অনির্বাণ দাস ও আরো অনেকে| বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে অন্য রূপকথা অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে | আমরা আশা করব পরিচালক রতন মৈত্র     আরো নতুন নতুন সিনেমা আমাদেরকে উপহার দিক |

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....