বরানগর ন পাড়া সম্মিলিত দুর্গোৎসবে এবার চার ধাম
সুজিত চট্টোপাধ্যায় - শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩' কলকাতা প্রেস ক্লাব, পুজোর আর হাতে গোনা কয়েকদিন বাকি। পুজোর উদ্যোক্তারা বছর ভর পরিকল্পনা করেন এই উৎসবের জন্য। দর্শকদের মনোরঞ্জনের জন্য নতুন নতুন পরিকল্পনা রচনা করেন। গত ৭৩ বছর ধরে কলকাতার বরানগর ন পাড়া সম্মিলিত দুর্গোৎসব কমিটি সতীন সেন সংসদের পরিচালনায় আকর্ষণীয় পুজোর আয়োজন করছেন। এবছর ৭৪ তম বর্ষের পুজোর থিম ভারতের পুণ্য পীঠ চারধাম । পুরী, দ্বারকা, বদ্রিনাথ ও রামেশ্বর মন্দির গড়ে তোলা হচ্ছে। সিকিমের নামচিতে এমন চারটি ধামের মন্দির রয়েছে একত্রে। সেটির অনুকরণে তৈরি হচ্ছে আকর্ষণীয় মণ্ডপ।
এই পুজোর বৈশিষ্ট্য মণ্ডপ তৈরি হয় জলের ওপর। পুজোয় যোগ দেন স্থানীয় বিধায়ক তাপস রায়, সাংসদ সৌগত রায় ও মন্ত্রী পার্থ ভৌমিক, সাংসদ শান্তুনু a সেন, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ পুরমাতা অপর্ণা মৌলিক প্রমুখ । এই বছর খুঁটি পুজোর অনুষ্ঠানেও এঁরা হাজির ছিলেন। শনিবার বিকেলে কলকাতার প্রেসক্লাবে সাংবাদিক বৈঠকে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মুখ্য সংগঠক বিশ্বজিৎ বর্ধন। ছিলেন মুখ্য সম্পাদক অসীম ঘোষ , কোষাধ্যক্ষ কুন্তল চন্দ ও সহ সম্পাদক সুনীল গুহ। উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম সম্পাদক খোকন দাস, রাজীব কর। সংগঠন ও পূজা কমিটির তরফে জানানো হয় , বরানগর অঞ্চলে জলের পুজো হিসেবে বিখ্যাত এই ন পাড়ার দুর্গাপুজো । প্রতিমা শিল্পী ইন্দ্রজিৎ পাল ।
Comments
Post a Comment