গ্রন্থ প্রকাশে প্রলয় মজুমদার
নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা, শনিবার ৩০ সেপ্তেম্বার, ২০২৩' শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের অন্যতম বিশিষ্ট ভক্তশিষ্য বাগ্মীপ্রবর প্রলয় মজুমদারের প্রত্যক্ষ অভিজ্ঞতায়, শ্রীশ্রী ঠাকুরের দিব্যজীবন ও বিভিন্ন ঘটনাপঞ্জি বিভিন্ন আঙ্গিকে ৫ টি গ্রন্থ প্রকাশিত হল কলকাতার মহাবধি সোসাইটি হলে।
স্মৃতি ধ্যার্য, ক্রান্তদর্শী, প্রেমল ঠাকুর, যজনীয় জীবন, শ্রীশ্রী ঠাকুর ও গোবর মজুমদার এই পাঁচটি গ্রন্থ প্রকাশকালে তিনি শ্রীশ্রীঠাকুরের বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করেন এবং তার পাঁচটি গ্রন্থ সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন এবং পিতৃস্মৃতি তর্পন করেন।
এই অনুষ্ঠানে ছয়জন বিশিষ্ট সম্মানীয় মানুষকে গোবর মজুমদার স্মারক সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত হন অধ্যাপক শ্রী অরূপ প্রধান, ড: প্রজ্ঞারঞ্জন দত্ত, এডভোকেট উত্তম চক্রবর্তী, সুরজ পান্ডে, সৎসঙ্গ ইন্ডিয়ার দেবাশীষ শাসমল, সৎসঙ্গ ই ফোরামের প্রসেনজিৎ চৌধুরী। এই অনুষ্ঠানে শ্রীশ্রীঠাকুরের অনেক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সব্যসাচী মজুমদার।
Comments
Post a Comment