'স্বজন'এর উদ্যোগে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম দিবস পালন এবং স্মারক লিপি প্রদান



মানস মুখোপাধ্যায় :- ' স্বজন' এর উদ্যোগে শুক্রবার প্রখ্যাত সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৪৭ তম জন্মদিন উপলক্ষে লেখকের বসত বাটিতে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও চারা গাছ রোপন করার কর্মসূচি ছাড়াও কবিতা পাঠ, তাৎক্ষণিক কবিতা লেখা, এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

এই উপলক্ষে এদিন ৭৫ জন কবির লেখা কবিতা নিয়ে সাহিত্যলোক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। 

সমগ্র পৃথিবীর প্রায় ৩৫ কোটি বাঙালির হৃদয়ে বিরাজ করছেন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর নাম। প্রতিটা ভ্রমণ পিপাসু  এবং সাহিত্য প্রেমী মানুষ দেউলটি স্টেশন থেকে ওনার বাড়ি আসেন, কারণ বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কথাসাহিত্যিকের এই বসতবাটি হেরিটেজ ঘোষণার পাশাপাশি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। যেহেতু এই বসত বাটিতে আসতে হলে দেউলটি স্টেশন থেকেই আসতে হয়। 

সেই জন্য ওখানকার স্থানীয় বাসিন্দা সহ বেশ কিছু সাহিত্য প্রেমী মানুষের দীর্ঘদিনের দাবি এই দেউলটি স্টেশনটি শরৎচন্দ্রের নামে নামাঙ্কিত হোক। এই জন্য লেখকের জন্মদিনে সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে আন্দোলনের সাথী স্বজন দেউলটি স্টেশনের স্টেশন মাস্টারকে শরৎচন্দ্রের বই, ছবি, বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি এবং স্মারকলিপি প্রদান করেন। 

উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রঞ্জনা গুহ, ড: রঞ্জিত দাস, বিউটি দাস, দুই বাংলার কবি অরণ্যক বসু, বরুণ চক্রবর্তী, অগ্নিশিখা, শিব শংকর বক্সী, দীপ্তি মুখার্জী, ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায়, স্বজনের সম্পাদক চন্দনাথ বসু প্রমূখ। 

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....