চারুলতা পত্রিকার শুভ উদ্বোধন

 

বেবি চক্রবর্ত্তী , খড়দহ ,  রবিবার :-  শহরের চারিদিকে জাতীয় পতাকা সাথে দেশভক্তি সঙ্গীত বন্দেমাতরম্ -  বন্দেমাতরম্ - ১৫ ই অগষ্টের স্বাধীনতা সুর প্রতিধ্বনি দেশপ্রেমী শত শত বিপ্লবীদের রক্তে যে স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছিল তা আচমকা ঝড়ের মত ভেঙে পড়ে, ১৯৪৭ সালে ১৫ ই আগষ্ট মধ্য রাতের অন্ধকারে স্বাধীনতা ঘোষণার পর সাধারণ জনতার মধ্যে একটা আওয়াজ ওঠে "ইয়ে আজাদি্ ঝুটা হে ...ঝুটা হে !.. ভুলো মত্ -ভুলো মত্ |  সত্যি একবার কথাটা ভেবে দেখুন আমরা কি প্রকৃত স্বাধীন ..!  ড. অমলেশ ত্রিপাটি এ প্রসঙ্গে মন্তব্য করেন এই স্বাধীনতা অর্ধ বিকালাঙ্গ স্বাধীনতা জন্মসূত্রে প্রতিবন্ধী |

বিগত ১৫ ই অগষ্টের শুভারম্ভ দিয়েই  চারুলতা পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজিত হয় | ডাঙাপাড়া  ওল্ড ক্যালকাটার রোড় রহড়া খড়দহে | প্রগতিশীল নারী কর্মকান্ডের হাত ধরে এগিয়ে এই পত্রিকা বিশ্বকবি রবি ঠাকুরেব চারুলতা'র সেই  ছোঁয়া নারী যেন দশভূজা আজকের যুব সমাজ পত্রিকা -বই পড়তেই ভুলে গেছে বেশিরভাগ সব যেন স্যোশাল মিডিয়া সীমাবদ্ধ |  গল্প, আড্ডা, গান , শ্রুতি নাটক এবং কবিতা দিয়ে এই অনুষ্ঠান চলে | পাশাপাশি এখানে সামিল ছিলেন সাংবাদিক থেকে কলেজ উপাচার্য সমাজের প্রতিষ্ঠিত বিভিন্ন ব্যাক্তি |

এই অনুষ্ঠানে ছিলেন লক্ষী বিশ্বাস , ঈপ্সিতা আইচ, রীনা দত্ত, সঞ্চিতা চট্টোপাধ্যায় , সোমা চক্রবর্ত্তী, সুদীপা মুখোপাধ্যায়, জয়া ঘটক, গোপাল কৃষ্ণ মইয়া ,  গৌতম দত্ত ,রত্ন দীপ চক্রবর্তী স্বরবানী মিত্র, বেবি দত্ত ,জলি বিশ্বাস,জয়দেব চক্রবর্তী,জয়া সাহা মজুমদার এবং বেবি চক্রবর্তী , এস রায়চৌধুরি, দিলিপ কুমার মিত্র গৌতম সমাজদার, চন্দ্র শেখর চক্রবর্ত্তী প্রমুখ বিশিষ্ঠ কবি -সাহিত্যিকরা | এই চারুলতা একটি ষান্মাসিক সাহিত্য পত্রিকা মৌনমুখর সাহিত্য পত্রিকার উদ্যোগ | আধুনিক যুব সমাজ অবক্ষয়ের সচেতনতার মধ্য দিয়ে বাংলা সাহিত্যেক গতিকে প্রসারিত প্রগাঢ় করা সহিত্য চর্চার গতিকে আরও প্রগতিশীল করা স্যোশ্যাল মিডিয়ায় আজকে যেভাবে বই বিমুখ পাঠক - পাঠিকা আজকে দিনে স্যোশালমিডিয়া সীমাবদ্ধ | সেই যুবসমাজে পাঠক পাঠিকার ভাবধারার অগ্রগতির উন্নতিসাধনে গান, গল্প , কবিতা , শ্রুতিনাটকের মধ্যদিয়ে চারুলতা পত্রিকার কর্মপ্রয়াস |

 

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....