পুজোর সঙ্গে পূজাবার্ষিকী অঙ্গ হয়ে উঠছে। সাহিত্যিকদের লেখায় ভরপুর হয়ে উঠে পূজাবার্ষিকী।
নিজস্ব
সংবাদ দাতাঃ কলকাতা, কথায় বলে মর্নিং শোজ দ্যা ডে। সকাল বলে দেয় দিনটা কেমন
যাবে। সংবাদ দর্পণ বুঝিয়ে দিল বাংলার প্রথমসারির ম্যাগাজিনের তালিকায় জায়গা করে
নিতে চলেছে তার প্রচ্ছদের আত্মপ্রকাশ। প্রচ্ছদের ছবি ভারতের প্রথম সিলিকন
দুর্গা,যা গত বছর বরাহনগরে ন'পাড়া দাদাভাই সংঘের প্রতিমা।প্রচ্ছদের ছবিটি
পুরষ্কার প্রাপ্ত বলে জানান, সংবাদদর্পণ-এর সম্পাদক সৌরভ দত্ত।
ইতিমধ্যেই
রাজ্য থেকে দেশ এমনকি বিদেশেও বহু মানুষের কবিতা, গল্প, সহ
অন্যান্য বিভাগের লেখা ম্যাগাজিনে প্রকাশ জন্য সেজে
উঠছে প্রথম পূজাবার্ষিকী।
প্রভাতের
প্রথম আলোয় সংবাদ দর্পণ শারদীয়া সংখ্যার পথচলা শুরু করছে। সেই সংবাদ দর্পণ ওপর
প্রভাতের কিরণ এবার আরও উজ্জ্বল। প্রভাতের ঝলমলে সূর্যকিরণের মতই এবারের উপস্থাপনা
নজর কাড়বে। একগুচ্ছ মন ছুঁয়ে যাওয়া গল্প তো থাকছে, সেইসঙ্গে থাকছে কবিতার সম্ভার,
টানটান রহস্য কাহিনি। অন্য ধারার প্রবন্ধ, ভ্রমণ কাহিনি, বিশেষজ্ঞ চিকিৎসকের কলমে
স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ , জিভে জল আনা সব রান্নার রেসিপি।
অনেকের
মনে হতে পারে অন্য বিভাগ তো সব ঠিক আছে কিন্তু শারদীয়ায় চিকিৎসা সংক্রান্ত লেখা!
যাঁদের চিকিৎসা শব্দটায় একটা খটকা লাগল, মানে শারদীয়ায় চিকিৎসা শব্দটা কিছুটা
বেমানান মনে হল, তাঁদের জ্ঞাতার্থে জানিয়ে রাখা ভাল ‘সংবাদ দর্পণ’ পাঠকপাঠিকার
হাতে পৌঁছাবে পারিবারিক শারদীয়া ম্যাগাজিন হিসেবে ।ফলে রাতদিন ব্যস্ততা তুঙ্গে। গুণগতমান মানুষের মনে জায়গা
করে নেওয়ার নিশ্চিত বার্তা বহন করছে।
Comments
Post a Comment