আর মাত্র ৭২ ঘণ্টা বাকি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে, কিন্তু জীবিত আছে ভোটার লিস্টে নাম নেই :

নিজস্ব সংবাদ দাতাঃ বুধবার, ৫ই জুলাই, ২০২৩’ আর মাত্র ৭২ ঘণ্টা বাকি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কিন্তু ভোটার লিস্টে পরিবারের অন্যান্য সদস্যদের নাম থাকলেও সুলেখা চক্রবর্ত্তী নিজের নাম নেই। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণা জেলায় বারুইপুর অন্তরগত কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ভারতের নির্বাচন কমিশন পরিচয় পত্র আছে।              নাম্বার ( W/18/104/516161) নির্বাচকের নাম সুলেখা চক্রবর্ত্তী, বয়স ৫৪ বছর। সুলেখা চক্রবর্ত্তীর পরিচয় পত্রটি তৈরি হয় ০১/০১/১৯৯৫ সালে। ওই মহিলা যখন দেখলেন সংশ্লিষ্ট ১২১ নং বাড়ির অন্যান্য সদস্যদের নামের ভোটের স্লিপ এসেছে কিন্তু জীবিত সুলেখা চক্রবর্তী নামে কোনো ভোটার স্লিপ আসেনি। 

তারপর নামের লিস্টে সার্চ করলে দেখা যাচ্ছে নামের ওপর 'ডিলিট' লেখা স্ট্যাম্প মারা আছে। ভোটার লিস্টে পরিবারের এটা দেখে হতচকিত হয়ে যান সুলেখা চক্রবর্তী সহ পরিবারের অন্যান্য সদস্যরা। এই বিষয় সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে জানার চেষ্ঠা করা হলে দেখা যায় পঞ্চায়েত ভোটের নামের লিস্টে ওনার নামই নেই, ভোটার তালিকা থেকে সম্পূর্ণ মুছে ফেলা হয়েছে ওনার নাম। 

এই বিষয় পরিবারের অন্যান্য সদস্য সহ স্থানীয় সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন একজন জীবিত মানুষের নাম কিভাবে ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে যায়। 

 

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....