UBIRWA-চতুর্থ ত্রি-বার্ষিক প্রদীপ উজ্জ্বলন এর মাধ্যমে সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হলো
নিজস্ব প্রতিনিধিঃকলকাতা, ২০শে জানুযারী ২০২৩, শুক্রবার, ২ঘটিকায়, সুজাতা সদন প্রেক্ষাগৃহ ৭ নং, হাজরা রোড, কলকাতা - ৭০০০২৬-এ ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া রিটায়ারিজ ওয়েলফেয়ার এসোসিয়েশন, (UBIRWA) কলকাতা দক্ষিণ আঞ্চলিক কমিটির চতুর্থ ত্রি-বার্ষিক প্রদীপ উজ্জ্বলন এর মাধ্যমে দিয়ে সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হলো।সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেছেন, রেসোলিউশন,নোতুন কমিটি ও আগামী সব'ভারতীয় সম্মৈলনের জন্য প্রতিনিধি ও অবসাভা'র পেশ করেছেন এবং আপনাদের সামনে তিনি সুপার সিনিয়র দের শাল দিয়ে এবং আপনাদের ফুল ও উত্তরীয় দিয়ে সম্বধ'না দিয়েছেন।অনুষ্ঠানে সদস্য সংখ্যা উপস্থিত ছিলেন ১৭০ জন, আমন্ত্রিত সদস্য ২২ জন। আঞ্চলিক কমিটির সম্পাদক তপন কান্তি রায় সম্পাদকীয় প্রতিবেদন, ২০২৩-২০২৫ এর নোতুন কম'সমিতি এবং আগামী ৩০,৩১শে জানুয়ারি ২০২৩ এ সব'ভারতীয় সম্মেলন জন্য প্রতিনিধি ও অবসাভা'র দের তালিকা পেশ করেছেন। বাসুদেব বন্দ্যোপাধ্যায় এর সভাপতিত্বে এই সম্পূর্ণ সভা পরিচালিত হয়।মঞ্চ এ ছিলেন আমাদের সব'ভারতীয় দায়িত্ব প্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্র কুমার সাহা। কায'নিবা'হী সভাপতি নারায়ণ চন্দ্র দাস, উপ সাধারণ সম্পাদক সুশীল রায় এবং প্রাক্তন জেনারেল ম্যানেজার এবং আমাদের ফিলসফার গাইড শান্তনু গুহ। এছাড়া ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও হুগলি এরিয়া কমিটির সমর চক্রবর্তী, বারাসত এরিয়া কমিটির অরুণ ভট্টাচার্য, হাওড়া এরিয়া কমিটির অলোক সরকার, কোলকাতা নথ'এরিয়া কমিটির সুবোধ সরকার এবং সল্টলেক এরিয়াল কমিটির শম্ভু চন্দ্র দাস। সুপার সিনিয়র শুভেন্দু মুখার্জি,প্রবীর বসু সহ আরো ৭ জন ছিলেন।এই সম্মলনে বাংক সংযুক্তিকিরণের প্রেক্ষাপট ও কর্মচারীদের সুযোগ-সুবিধা ও অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী বিপ্র কুমার দাস ও আঞ্চলিক কমিটির সম্পাদক শ্রী তপন কুমার রায়।
Comments
Post a Comment