স্মার্ট পার্কিং
নিজস্ব প্রতিনিধিঃকলকাতা, কলকাতা শহরে চালু হলো আধুনিক পার্কিং অ্যাপ। বুধবার গ্র্যান্ড হোটেলের সামনে এই স্মার্ট পার্কিং নামক অ্যাপের উদ্বোধন করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কি ভাবে পার্কিং অ্যাপস ব্যাবহার করা যাবে একটা তথ্যচিত্রের মাধ্যমে এদিন দেখানো হয় ওই অনুষ্ঠানে।
মেয়র বলেন, এই অ্যাপ চালু করা কলকাতা পুর নিগমের একটি যুগান্তকারী সিদ্ধান্ত। আপাতত এর মাধ্যমে পরীক্ষামূলক ভাবে সেসলেস পার্কিং ফি নেওয়া হবে। একশ শতাংশ স্বচ্ছতা বজায় রাখার জন্য এবার থেকে পি ও এস মেশিনের মাধ্যমে পার্কিং দিতে পারবেন সাধারণ মানুষ। কলকাতা পুলিশের সহযোগিতায় শহর কলকাতায় পার্কিং ফি আদায়ে এই ডিজিটাল পদ্ধতি চালু করল কলকাতা পুর নিগম। এই অ্যাপ এর মাধ্যমে কোন পার্কিং জোন এ কত সংখ্যক গাড়ী আছে তা জানা যাবে। মেয়র বলেন, শহরে পার্কিং ফি আদায়ের ক্ষেত্রে স্বচ্ছতা আনতেই ডিজিটাল পদ্ধতি করা হয়েছে। তিনি বলেন,কলকাতা পুরসভার দায়িত্বে থাকা গাড়ী পার্কিং এজেন্সি র কর্মীরা অনেক সময় car পার্কিং বাবদ বেশি টাকা আদায় করে বলে অভিযোগের প্রেক্ষিতে এই ডিজিটাল ব্যবস্থা চালু করা হলো বলে মেয়র জানিয়েছেন। তবে এখনি শহরের সর্বত্র এই ব্যবস্থা চালু হচ্ছেনা। পর্যায় ক্রমে তা করা হবে।অনুষ্ঠানে অন্যদের মধ্যে পুরো কমিশনার বিনোদ কুমার ,কলকাতার নগর পাল বিনীত গোয়েল, মেয়র পরিষদ সদস্য তথা বিধায়ক দেবাশীষ কুমার প্রমুখ ও বক্তব্য রাখেন।
এদিন এই উদ্বোধন অনুষ্ঠানে কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল বলেন, এটা একটা পাইলট প্রজেক্ট হিসাবে করা হয়েছে। এটা করলে স্বচ্ছতা আসবে। মাঝে মাঝে অভিযোগ আসে, বেশি টাকা নেওয়া হচ্ছে। এবার থেকে অনলাইনে পেমেন্ট ও ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করা যাবে। এছাড়া কোথায় পার্কিংয়ের জায়গায় ফাঁকা রয়েছে, কোথায় পার্কিং কোন সময়ে পাওয়া যাবে, সেই সমস্ত বিস্তারিত তথ্য এই অ্যাপসের মাধ্যমে পাওয়া যাবে। এই অ্যাপসের অনেক সুবিধা পাবেন সাধারণ মানুষ।
Comments
Post a Comment