রাখি বন্ধন উৎসব একটু অন্যরকম ভাবে পালন করলেন।
নিজস্ব প্রতিনিধিঃ কলকাতা, অনুষ্ঠিত হয়ে গেল পবিত্র রাখী বন্ধন
উৎসব। সবাই রাখি বন্ধন উৎসব খুব ধুম ধামের
সাথে পালন করলো। কিন্তু এই রাখি উৎসব অভিনেত্রী মধুমিতা সরকার একটু অন্যরকম
ভাবে পালন করলেন। আমরা যাদের কথা হয়তো মনে করি না সেই জায়গায় দাঁড়িয়ে অভিনেত্রী
মধুমিতা সরকার এই রাখী বন্ধন উৎসবটি তাদের
সাথেই পালন করলেন।
রাখী পূর্ণিমাতে অভিনেত্রী মধুমিতা সরকার পৌঁছে গেলেন বনহুগলীর NATIONAL INSTITUTE OF LOCOMOTOR DISABILITY ( NTOLD ) HOSPITAL- এ। আর সেখানে প্রতিবন্ধী শিশুদের রাখী পরিয়ে এবং তাদের পছন্দের কিছু খাদ্যসামগ্রী উপহার দিয়ে রাখী বন্ধন উৎসব পালন করলেন । সকলের কাছে রাখীবন্ধন মানে ভাই ও বোনের মেলবন্ধন কিন্তু অভিনেত্রী মধুমিতা সরকারের কাছে রাখীবন্ধন মানে " আত্মার সাথে আত্মার মিলন , তাই ওই নিষ্পাপ শিশুদের মুখে হাসি ফোঁটাতে উনি পৌঁছে গিয়েছিলেন NIOLD HOSPITAL- এ । ওনার ব্যক্তিগত অভিমতে উনি বলেন আমাদের সমাজের যত সুন্দর আনন্দের অনুষ্ঠানগুলি আছে সবগুলিই যদি ওই প্রতিবন্ধী শিশুদের সাথে পালন করা হয় তবেই সেই অনুষ্ঠান গুলি আনন্দপূর্ণ এবং আলোচিত হবে। ওরাও তো একটু আনন্দ করতে চাই তাহলে এই আনন্দ থেকে ওরা কেনো বঞ্চিত থাকবে। আমরা সবাই মিলে ওদের এই টুকু আনন্দত দিতেই পারি।
Comments
Post a Comment