পিত্রাশিষ ফাউন্ডেশনের পক্ষ থেকে হুইলচেয়ার বিতরণ।

 


নিজস্ব প্রতিনিধি: পিত্রাশিষ ফাউন্ডেশন ঝাড়গ্রাম ও হাবরার বিভিন্ন এলাকায় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে নিরলসভাবে কাজ করে চলেছে এবং আজ তারা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে পৌঁছে গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার একটি প্রতন্ত্য গ্রাম ধানপতায়ে। ওই এলাকার বিশিষ্ট সমাজ কর্মী বিজয় হালদারের ডাকে সাড়া দিয়ে পিত্রাশিষ ফাউন্ডেশনের তরফে ন্যান্সি গুহ ও তনয়া সাহা ওই এলাকার এক অসহায় বিকলাঙ্গ মেয়ে পূরবী নস্কর কে একটি হুইল চেয়ার প্রদান করেন আজকে। চলা ফেরায় অসমর্থ ওই মেয়েটির পরিবার ইচ্ছে থাকলেও অর্থাভাবে তাকে কোনোদিনই  এই হুইল চেয়ার কিনে দিতে পারতো না।

তাই আজ পিত্রাশিষ ফাউন্ডেশনের এই মহান উদ্দ্যোগ ওই অসহায় মেয়েটিকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছে। এই সংগঠন এর আগেও ঝাড়গ্রাম ও হাবরায়ে বিভিন্ন সামাজিক উদ্দ্যোগ নিয়েছে যেমন শিশুশিক্ষার বিকাশের জন্য অসহায় শিশুদের বিনামূল্যে শিক্ষাসমগ্রী প্রদান, দীন দরিদ্র মহিলাদের বিনামূল্যে  স্যানিটারি ন্যাপকিন বিতরণ, নিঃস্বম্বল গ্রামবাসীদের বস্ত্র বিতরণ ও অসহায় বয়স্ক ব্যাক্তিদের লাঠি বিতরণ। কিন্তু আজ তারা তাদের এই গন্ডি পেরিয়ে পৌঁছে গেছে সুদূর ধানপতায়ে একটি অসহায় বিকলাঙ্গ মেয়েকে সমাজের মূল স্রোতে ফেরাতে। মানবতা যে এখন বর্তমান এই সংগঠনের কাজই এর প্রমাণ। সংগঠন তরফে ন্যান্সি গুহা ও তনয়া সাহা সংগঠনের আগামীদিনের পরিকল্পনা সমন্ধে বলতে গিয়ে উল্লেখ করেন যে আগামী দিনে তারা ঝাড়গ্রামের বেলপাহারির একটি গ্রামের মানুষদের পাশে দাঁড়াতে একটি বড় উদ্দ্যোগ নিয়েছে, যেখানে তাদের পরিকল্পনা রয়েছে প্রায় ২৫০ জন অসহায় গ্রামবাসীকে বিনামূল্যে বস্ত্র , শিক্ষা সামগ্রী,স্যানিটারি ন্যাপকিন  ও বয়স্ক ব্যাক্তিদের লাঠি বিতরণ।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

কলকাতা হাইকোটের নির্দেশ অনুযায়ী ....